কেন মমতাকে মা ডেকেছিলেন তিনি? জবাবে বোমা ফাটালেন ভারতী ঘোষ

কেন মমতাকে মা ডেকেছিলেন তিনি? জবাবে বোমা ফাটালেন ভারতী ঘোষ

caaea0f325c86f50753c5891d3718ead

কলকাতা:  এক সময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেও সম্বোধন করেছিলেন তিনি৷ সেই ভারতী ঘোষ আজ গেরুয়া শিবিরে৷ বিজেপি’র টিকিটে  মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের প্রার্থী এই প্রাক্তন আমলা৷ তাঁর বিপরীতে রয়েছেন আরও এক প্রাক্তন আইপিএস৷ তিনি তৃণমূলের হুমায়ন কবীর৷ ফলে এবার ডেবরা কেন্দ্রও হয়ে উঠেছে হাই প্রোফাইল৷ 

আরও পড়ুন-  টিকিটের খোঁজে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ‘বঞ্চিত’ হলেন যারা!

কর্মরত পুলিশ অফিসার হিসাবে এক সময় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে ডেকেছিলেন ভারতী ঘোষ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে চরম বিতর্ক দানা বেঁধেছিল৷ কিন্তু কেন মা বলে ডেকেছিলেন তিনি? তারই ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী৷ তাঁর বিস্ফোরক দাবি, এমনটাই নাকি সরকারের ‘স্ক্রিপ্ট’-এ লেখা ছিল৷ আর সেই কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যাকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করতে বাধ্য হয়েছিলেন৷ সম্প্রতি সাংবাদিকদে মুখোমুখি হয়ে এমনই বোমা ফাটান ভারতী ঘোষ৷ এই প্রাক্তন আইপিএস অফিসার আরও বলেন, পুলিশ সুপার হিসাবে সেদিন তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন৷ তাঁর নিজের কথা বলার কোনও অধিকার ছিল না৷ ফলে সরকারের তৈরি করা স্ক্রিপ্ট পড়তে তিনি বাধ্য হয়েছিলেন৷ তাঁর কথায় নবান্ন থেকে পাস হয়ে আসা স্ক্রিপ্টই সকলকে পড়তে হয়৷ সেখানে যদি লেখা থাকে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জঙ্গলমহলের মা, তাহলে তাই বলতে হবে৷ তাঁর এই মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে৷ 

প্রসঙ্গত, এবার ডেবরা কেন্দ্রে লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি৷ তাঁর বিরুদ্ধে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ কিছু দিন আগেই পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি৷ তবে তিনি ভূমিপুত্র না হওয়ায় তাঁর প্রার্থী পদ নিয়েও বেশ অসন্তোষ তৈরি হয় তৃণমূলের অন্দরে৷ আর এই অসন্তোষকে কাজে লাগিয়েই এবারের ভোটে মাত দিতে চাইছেন ভারতী ঘোষ৷ এই কেন্দ্রে জয়ের বিষয়ে তিনি আশাবাদী৷ 

আরও পড়ুন-  ভোট লুট রুখতে EVM পাহারার পরামর্শ মমতার! ‘হার নিশ্চিত’ পাল্টা শমীক

অন্যদিকে ভোটের আগে সুপ্রিম রায়ে স্বস্তিতে ভারতী ঘোষ৷ শীর্ষ আদালত জানিয়েছে, ভোট পর্ব না মেটা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ তাঁর বিরুদ্ধে মোট ৩০টি এফআইআর রয়েছে৷ এই পরিস্থিতিতে তিনি কী ভাবে লড়বেন, তার সুরাহা চেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই বিজেপি প্রার্থী৷ -ফাইল ছবি
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *