চণ্ডীতলা: কথা মতোই আজ সকালে চণ্ডীপুরে মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দেন বিজেপি’র তারকা প্রার্থী যশ দাশগুপ্ত৷ মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শোও করেন তিনি৷ আর তাঁর রোড শো ঘিরে দেখা গেল ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস৷ অন্যদিকে, মনোনয়ন জমা দিয়েই সেলফি বিতর্কে জাড়াল যশ৷
আরও পড়ুন- প্রার্থী বদলের পরেও জারি বিক্ষোভ! মালদায় চরম অস্বস্তিতে তৃণমূল
এদিন যশের রোড শো চলার সময় তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা৷ বিশেষ উৎসাহী ছিলেন মহিলারা৷ হুড খোলা গাড়ি থেকে রাস্তার দু’পাশে থাকা মানুষের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দেন এই তারকা প্রার্থী৷ প্রচারের মাঝেই খুদে ভক্তকে কোলে তুলে নেন যশ৷ আবদার মিটিয়ে তোলেন ছবিও৷ বারবার তাঁর গাড়ি ঘিরে ধরেন মহিলা ভক্তরা৷ তাঁদের নিরাশ করেননি যশও৷ গাড়ির উপর থেকেই তাঁদের ফোনে নিজের সেলফি তুলে দেন তিনি৷ এদিন তাঁর সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও৷
এদিকে, রোড শো শেষে শ্রীরামপুর এসডিও অফিসে মনোয়ন জমা দেন যশ৷ মনোনয়ন পেশের সময়ই সেলফি তুলে বিতর্কে জড়ান এই বিজেপি প্রার্থী৷ মনোনময়নের সময় তাঁর সঙ্গে সেলফি তোলেন কমিশনের আধিকারিকরা৷ ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস৷ এর পরই পাঁচজন আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷
আজ চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী যশ দাসগুপ্ত মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় নির্বাচন কমিশনের আধিকারিকরা ওঁনার সঙ্গে ছবি ও সেলফি তোলেন৷ এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানায় তৃণমূল৷ তাঁদের অভিযোগ, অন্যদলের প্রার্থীদের সঙ্গে দু’জনের বেশি ঢুকতে দেওয়া হচ্ছে না৷ অথচ নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপি প্রার্থীর সঙ্গে সেলফি তুলছেন৷ নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব করছে এটাই তাঁর প্রমাণ৷
আরও পড়ুন- নির্দেশ উড়িয়ে শিক্ষিকাদের দূরে ভোটের ডিউটি, ক্ষোভ শিক্ষা মহলে
অন্যদিকে বিজেপি’র বক্তব্য, এখন বিজেপি’র হাওয়া বইছে৷ তার উপর যশকে দেখার পর সেখানে যে সকল আধিকারিকরা ছিলেন তাঁরা এগিয়ে এসে কথা বলেন, সেলফি তোলোন৷ তার জন্য আমরা দায়ী নয়৷ প্রসঙ্গত, এবার চণ্ডীতলায় ভোট হবে ত্রিমুখী৷ এই কেন্দ্র থেকে লড়বেন তৃণমূলের দু’বারের জয়ী প্রার্থী স্বাতী খন্দকার, সিপিএমের মহম্মদ সেলিম এবং বিজেপি’র তারকা প্রার্থী যশ দাসগুপ্ত৷