বিধানসভা নির্বাচনের লড়াইতে ‘দরিদ্রতম’ প্রার্থী এই ৭ নেতা! শূন্য থেকে লড়াই!

বিধানসভা নির্বাচনের লড়াইতে ‘দরিদ্রতম’ প্রার্থী এই ৭ নেতা! শূন্য থেকে লড়াই!

 

কলকাতা: আগামী ২৭ মার্চ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ৩০টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার লড়াই হবে জোরদার। ইতিমধ্যেই ৩০টি কেন্দ্রের সংশ্লিষ্ট দলের প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ জোরকদমে প্রচার করছেন। কিন্তু জানেন কী এই ৩০টি কেন্দ্রের প্রার্থীদের মধ্যে সবচেয়ে ‘দরিদ্র’ কে? কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম? কেই বা একেবারে সম্পত্তিহীন?

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামের সমীক্ষক সংস্থা বাংলার প্রথম দফার বিধানসভা ভোটের সব দলের প্রার্থীদের নিয়ে একটি বিস্তারিত সমীক্ষামূলক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে প্রথম দফার ৩০টি কেন্দ্রের সব দলের প্রার্থীদের নামে ফৌজদারি মামলার প্রেক্ষাপট থেকে শুরু করে তাদের আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। সেখানেই নির্বাচনের প্রথম দফার ৩০টি কেন্দ্রের প্রার্থীদের মধ্যে আর্থিক অবস্থা অনুযায়ী সবচেয়ে কম সম্পত্তির অধিকারীদের দুটি ভাগে ভাগ করা হয়েছে।

একটি বিভাগে রয়েছেন সম্পত্তিহীন ৪ জন প্রার্থী। এই প্রার্থীরা নিজেরাই ঘোষণা করেছেন তাদের স্থাবর-অস্থাবর কোনও সম্পত্তি নেই। এই তালিকায় এক নম্বরে রয়েছেন পুরুলিয়া জেলার বলরামপুরের বিএসপি প্রার্থী অনাদি টুডু। দ্বিতীয় নম্বরে রয়েছেন বলরামপুরের এসইউসিআই(সি) প্রার্থী দীপক কুমার। পুরুলিয়া জেলার জয়পুরের এসইউসিআই(সি) প্রার্থী ভগীরথ মাহাতো রয়েছেন তিন নম্বরে। সবশেষে রয়েছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিএসপি প্রার্থী মানস সর্দার। এই ৪ জন প্রার্থীরই স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য।

কম সম্পত্তির অধিকারী আরও তিন প্রার্থী। পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভা কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী স্বপন কুমার মূর্মু রয়েছেন এই তালিকার শীর্ষে। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা। একই পরিমাণ সম্পত্তি নিয়ে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বিনপুরের এসইউসিআই(সি) প্রার্থী রাজীব মুদি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিপিআই প্রার্থী সৈকত গিরি রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ২  হাজার টাকা। মোটামুটি সম্পত্তি থাকার পরও প্রথম দফার নির্বাচনে রাজ্যের সবচেয়ে দরিদ্র প্রার্থী মানবাজারের এসইউসিআই(সি) প্রার্থী স্বপন কুমার মূর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =