নন্দীগ্রাম: নন্দীগ্রামকাণ্ডে উল্লেখযোগ্য মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে যা আগামীকালই নন্দীগ্রাম যাবে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার বিষয় খতিয়ে দেখবে।
গত ১০ মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গাড়ির দরজায় গুরুতর আহত হন। তাকে তড়িঘড়ি গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়৷ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই ঘটনায় প্রথম থেকেই বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রত্যক্ষদর্শী ও নির্বাচন কমিশনে জমা পড়া রিপোর্ট ছিল নিছক দুর্ঘটনা ছিল।
ঘটনার পরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন একদম শীর্ষস্তর থেকে জেলাশাসক, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেন। যে রিপোর্ট হাতে পাওয়ার পর সরিয়ে দেওয়া হয় জেলাশাসককে। সাসপেন্ড করে দেওয়া হয় পুলিশ সুপারকেও। এই পরিস্থিতিতে ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। নন্দীগ্রামে জেলা পুলিশের কাছে এই ঘটনা নিয়ে রুজু হওয়া একমাত্র মামলার পরিপ্রেক্ষিতেই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি।
কিন্তু জেলা প্রশাসনের রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে আসল ঘটনার সত্যতা জানা শক্ত হয়ে পড়ছে। তাই এরকম হাইপ্রোফাইল ঘটনার তদন্তের জন্য সিআইডির সর্বোচ্চ অফিসারদের নিয়ে সাত সদস্যের একটি দল গঠন করা হয়েছে। আগামীকাল সেই দল নন্দীগ্রামে গিয়ে পৌঁছবে। সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শী এর সঙ্গে কথা বলে ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে খতিয়ে দেখবে কী করে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।