ব্রেকিং: পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, নির্দেশ কমিশনের

ব্রেকিং: পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, নির্দেশ কমিশনের

 

কলকাতা: আদর্শ আচরণ বিধি মেনে পুর প্রশাসক পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সেখানে সরকারি আধিকারিক নিয়োগ করতে হবে৷ শনিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷

কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন পদে রয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করে রাজ্য প্রশাসনকে দ্রুত তাদের সরিয়ে দিয়ে এই প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷ মুখ্য সচিব এবং নগর উন্নয়ন দফতরের প্রধান সচিবকে সরকারি আধিকারিকদের নিয়োগ করতে হবে বলে জানানো হয়েছে৷  আগামী সোমবার সকাল দশটার মধ্যে নির্দেশ মেনে প্রক্রিয়া শুরু করে কমিশনে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে৷  বিজেপি সহ অন্যান্য বিরোধীরা এর আগে এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল৷

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও বাংলার কোনও পুরসভায় এখনও নির্বাচন করাতে পারেনি রাজ্য৷ লোকসভা নির্বাচন পর্ব থেকেই বাংলায় থমকে পুরসভা নির্বাচন৷ পুরসভায় নির্বাচনের পরিবর্তে পুরসভার কাজ চালিয়ে যেতে পুর-প্রশাসকের পদ তৈরি করে তৃণমূল পরিচারিত সরকার৷ পুর প্রশাসকের মেয়াদ প্রথমে ৬ মাস রাখা হলেও পরে তার মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ি দেওয়া হয়৷ পুরসভার প্রশাসক পদে স্থানীয় প্রশাসনিক প্রধানকে বসানোর ব্যবস্থা করা থাকলেও পরেও সেই নিয়ম বদল করা হয়৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগের ছাড়পত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার৷ পুর-প্রশাসক পদে নিয়োগ করা হয় রাজনৈতিক ব্যক্তিদের৷

বাংলার সমস্ত পুরসভায় নির্বাচনের দাবিতে মামলা গড়ায় হাইকোর্টে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্ট রাজ্যের সিদ্ধান্ত সিলমোহর দিলেও, এখনও পুরভোট হয়নি৷ পুরসভার পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও রাজনৈতিক দলের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বাংলায় সিংহভাগ পুরসভা৷ বলা ভালো তৃণমূলের দখলে৷ করোনার কারণে পুরসভা ভোট নেওয়া না গেলেও ২০১৮-২০১৯ থেকে ঝুলে বাংলার একাধিক পুরসভার নির্বাচনী ভবিষ্যৎ৷ এবার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্য বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷  

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =