কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে জঙ্গলমহলের জেলাগুলিতে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ পাঠাল নির্বাচন কমিশন৷ প্রথম দফার ভোটে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের প্রস্তাব করা হলেও বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে এরকম কোনও নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন৷
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে এরকম কোনও নির্দেশ জারি হয়নি৷ বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ ব্যবহার করা যাবে না বলেও কোন নির্দেশ দেয়নি কমিশন৷ যদিও, এর আগে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়, বুথের নিরাপত্তায় শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাষা গত সমস্যা হবে৷ রাজ্য পুলিশকে দিয়ে বুথের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল শাসকদল তৃণমূল৷
অন্যদিকে, রাজ্যে প্রথম দফার নির্বাচনে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে জঙ্গলমহলের জেলাগুলিতে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করেছে৷ কমিশন নিযুক্ত দুই পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে প্রতি বুথে নূন্যতম আট থেকে নয় জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷ ফলে এই পর্বে রাজ্যে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়ে তারা মন্ত্রকের সঙ্গে কথা বলা শুরু করেছেন বলে সূত্রের খবর৷
আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ১৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, এই পর্বে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ৮৪, হাওড়ায় প্রথম পর্বে ৩০, হুগলির প্রথম পর্বে ২৬ জন মনোনয়ন জমা দিয়েছেন৷ এইদিকে প্রথম দফায় ১৯১ ও দ্বিতীয় দফায় ১৭১ জন প্রার্থী লড়াই করছেন বলে সঞ্জয় বাবু জানিয়েছেন৷ গত ২৬ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত নগদ অর্থ ও মাদক দ্রব্য মিলিয়ে ১৩১ কোটি ৭১ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ সি ভিজিল অ্যাপে আজ পর্যন্ত যে ৬ হাজার ৮ টি অভিযোগ জমা পড়েছে৷ তার মধ্যে চার হাজার ৫৯২ টি অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি জানান৷