ভোটের মুখে লকডাউন গুজব! করোনা সংক্রমণে উদ্বিগ্ন নবান্ন!

ভোটের মুখে লকডাউন গুজব! করোনা সংক্রমণে উদ্বিগ্ন নবান্ন!

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৭ মার্চ৷ তার আগে রাজ্যে সব জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে ভিডিও কনফারেন্স করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে নবান্নে এই বৈঠক হয়৷ 

রাজ্যে ফের করোনা সংক্রমিত রোগীর  সংখ্যা বাড়ছে৷ উদ্বিগ্ন প্রশাসন৷ ভোট করানোর জন্য বুথে বুথে ভোট কর্মীরা যেতে শুরু করে দিয়েছেন৷ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনী এলাকায় চলে গিয়েছে৷ তাঁরা যাতে কেউ করোনা সংক্রমিত না হন তার জন্য উপযুক্ত বাব্যাস্থা কি নেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করেন৷ বিশেষত রাজনৈতিক প্রচার যাতে কোভিড বিধি মেনে হয়, সে দিকে নজর দিতে বলা হয়েছে৷

মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতমূলক করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে লকডাউন আর কনটেইনমেন্ট জোন নিয়ে যে রাজ্যজুড়ে যে গুজব ছড়িয়েছে, তা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ভোটের মুখে এমন কোনও ঘটনায় ঘটেনি, গোটা বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন নবান্নের শীর্ষ কর্তারা৷ মুখ্যসচিব ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, ডিজি নীরজ নয়ন সিং এবং মণীশ জৈন, রাজেশ পান্ডে ও রাজেশ সিনহা৷

আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে ২০৭টি মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ জানিয়েছেন, এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১২৩, হাওড়ার প্রথম পর্বে ৪৪, হুগলির প্রথম পর্বের জন্য ৪০টি মনোনয়ন জমা পড়েছে৷ এই পর্বে আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ অন্যদিকে চতুর্থ দফার জন্যে এখনও পর্যন্ত ১৫৪টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানান৷ সি ভিজিল অ্যাপ এ যে সাত হাজার ৬২৬টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে পাঁচ হাজার ৮৭৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে সঞ্জয়বাবু জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 20 =