আকাশ থেকে ঠিকরে বেরোচ্ছে রহস্যময় আলো, NASA-র চোখে ভয়ঙ্কর সুন্দর ছবি

আকাশ থেকে ঠিকরে বেরোচ্ছে রহস্যময় আলো, NASA-র চোখে ভয়ঙ্কর সুন্দর ছবি

0eae3bc88dfee1eb91be98999e203a93

 

নিউ ইয়র্ক: পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে বর্ণময় অরোরা বা মেরুজ্যোতি এবং এয়ারগ্লোর অসাধারণ ছবি তুললেন নাসার মহাকাশচারীরা৷ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই ছবি তোলা হয়েছে৷ ওই ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে পৃথিবীর উপরিভাগে সবুজ রং-এর অরোরা বোরিয়ালিস মিশে গিয়েছে সোনালির এয়ারগ্লোর সঙ্গে৷    

আরও পড়ুন- ‘হার্ড ইমিউনিটি’র ধারে কাছেও নেই আমরা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9e557e2f588e7aff7297b2379df12974

 

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীরা এই ছবিটি ক্লিক করেন৷ অরোরা বোরিয়ালিস সৃষ্টিকারী চৌম্বকীয় ক্ষেত্রটি পৃথিবীর উপরে এয়ারগ্লোর সঙ্গে মিলিত হয়ে এক চমকপ্রদ রূপ তৈরি করেছে। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘অরোরা মিলিত হল এয়ারগ্লোর সঙ্গে’’৷ নাসা আরও জানিয়েছে, ‘‘১৫ মার্চ ভোর হওয়ার ঠিক আগে অরোরার সঙ্গে মিলিত হয় এয়ারগ্লো৷ সেই সময় আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছবিটি তোলেন মহাকাশচারীরা৷ আলাস্কান উপদ্বীপের দক্ষিণ দিক দিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা হয়৷  

 

মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা আরোরা বা আরোরা অস্ট্রালিস (আরোরা উষা) হলো আকাশে একধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। প্রধানত উঁচু অক্ষাংশের এলাকাগুলোতে আরোরা'র দেখা মেলে। আরোরা দেখতে অত্যন্ত সুন্দর। আরোরা নিয়ে প্রাচীনকালে অনেক উপকথাও চালু ছিল।

c53f4e548f524bf4d6ed9b749a889e5d

আরও পড়ুন- লাটে দূরত্ব-বিধি! করোনার আঁতুর ঘর উহানে দেদার ফুর্তি, অর্ধনগ্ন পুল-পার্টি

 

নাসা জানিয়েছে, অরোরা এবং এয়ারগ্লো দেখতে এক হলেও দুটি ভিন্ন পদ্ধতিতে গঠিত হয়৷ সৌর শক্তি এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে মিথস্ক্রিয়া থেকে অরোরার সৃষ্টি৷ অন্যদিকে, রায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এবং অন্যান্য অণুগুলির মধ্যে রাসায়নিক মিথস্ক্রিয়া থেকে যে আলোকের নির্গমণ হয়, তাঁকে বলে এয়ারগ্লো৷ 

 

ইনস্টাগ্রামে নাসার এই ছবিটি ৮.৪ লক্ষ ‘লাইক’ পেয়েছে৷ কমেন্ট পড়েছে কয়েক হাজার৷ এই ছবিতে মুগ্ধ একজন ইউজারের কথায়, ‘‘অসাধারণ, শ্বাসরোধকারী৷’’ আবার অপর এক ইউজার লিখেছেন, ‘‘ অরোরার এমন রূপ আগে কখনও দেখিনি৷ অনবদ্য!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *