ভোট দিলেই মিলবে টাকা, বিজেপি প্রার্থীর ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড়

ভোট দিলেই মিলবে টাকা, বিজেপি প্রার্থীর ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড়

1110dcc7899fc222ff2feb229f78bdbf

কলকাতা:  ভোটের আগে টাকার খেলা৷ বিষয়টা নতুন নয়৷ একুশের ভোটের আগে ফিরল চেনা ছবি৷ যেখানে বলা হচ্ছে ভোট দিলেই মিলবে টাকা৷ প্রচারের সময় ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যেই শোরগোল৷ ভাইরাল ভিডিয়ো ঘিরে উঠল বিতর্কের ঝড়৷ এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস৷ 

আরও পড়ুন- বাইরে যারা আছে, ভোট দিতে আসতে বলবেন, চাকরির অভাব হবে না: মমতা

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে দেখা যায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন৷ আর সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, ‘ভোটের আগের দিন খরচা দিয়ে দেব৷’ এর পরেই তৃণমূলের অভিযোগ, ঝাড়গ্রামের প্রার্থী টাকার টোপ দিয়ে ভোট কিনছেন৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ, ৫০০-১০০০ টাকা দিলেই নিয়ে নিন৷ কিন্তু ভোটটা দেবেন না৷ 

মঙ্গলবার পুরুলিয়ার পারা জনসভা থেকে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আজকে আমি একটা ভিডিয়ো দেখছিলাম৷ যেখানে ঝাড়গ্রামের প্রার্থী বলছেন, ইলেকশনের আগের দিন আসিস, খরচা দিয়ে দেব৷ ভোটের খরচা দিয়ে দেবেন উনি৷ এই হচ্ছে ওদের চরিত্র৷ ভোটের আগে আসবে কাউকে ৫০০ টাকা, কাউকে ৫০০০ টাকা, কাউকে ১০০০ চাকা দিয়ে বলবে টাকাটা নে আর বিজেপিকে ভোটটা দে৷ এই টাকাটা আপনাদেরই টাকা৷ জনগণের টাকা৷ বিজেপি’র টাকা নয়৷ তাই টাকা দিলে নিয়ে নিন৷ কিন্তু ভোটটা দেবেন না৷’’ 

আরও পড়ুন- কোনও গুণ্ডার হিম্মত হবে না বাংলার মানুষকে রোখার, হুঙ্কার শাহের

প্রসঙ্গত, এর আগে একাধিকবার বিজেপি’র বিরুদ্ধে ভোটের আগে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বারবার বলেছেন, বাইরে থেকে প্রচুর টাকা আনা হচ্ছে রাজ্যে৷ সকলকে টাকার টোপ দেওয়া হচ্ছে৷ এবার বিজেপি প্রার্থীর ভাইরাল ভিডিয়ো তাঁর কোর্টেই বল ঠেলে দিল৷ বিজেপি’র বিরুদ্ধে তাঁর ছোঁড়া অস্ত্রেই যেন শান দিয়ে গেল এই ভাইরাল ভিডিয়ো৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *