ভ্যাকসিন উৎপাদনে ভারতের অংশীদারিত্ব চাইছে রাশিয়া, কিন্তু কেন জানেন?

 যদিও 'স্পুটনিক ভি' ভ্যাকসিনটির এখনও ৩য় পর্বের ক্লিনিক্যল  ট্রায়াল সম্পন্ন হয়নি। তবে স়ংবাদ মাধ্যমের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে চলতি সপ্তাহেই রাশিয়ায় ৪০,০০০ এরও বেশি মানুষের ওপর সম্ভাব্য ভ্যাকসিনটি পরীক্ষা করা হতে পারে।

নয়াদিল্লি: কয়েক দিন আগেই নিজেদের বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হিসেবে দাবি করেছে রাশিয়া। এবার তাদের সেই কোভিড ভ্যাকসিন 'স্পুটনিক ভি 'উৎপাদনের জন্য ভারতের অংশীদারিত্ব প্রত্যাশা করছে রাশিয়া। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ।

তিনি বলেন, “ভ্যাকসিন উৎপাদন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমরা ভারতের সঙ্গে অংশীদারিত্বের প্রত্যাশা রাখছি। “আমরা বিশ্বাস করি যে তারা গামালিয়ার তৈরি এই ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম এবং এটি বলা অত্যন্ত জরুরি যে ভ্যাকসিন উৎপাদনের জন্য সেই অংশীদারিত্ব উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের চাহিদা পূরণে সক্ষম হবে।' এর আগে এদিনই, স়ংবাদ মাধ্যমের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে চলতি সপ্তাহে রাশিয়ায় ৪০,০০০ এরও বেশি মানুষের ওপর সম্ভাব্য ভ্যাকসিনটি পরীক্ষা করা হতে পারে।

গত ১১ ই আগস্ট, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন যে তাঁর দেশ কোভিড -১৯ প্রতিরোধে বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরি করেছে যা দারুন কার্যকরী এবং এই রোগের বিরুদ্ধে একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যদিও আরডিআইএফ ও গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথভাবে তৈরি, স্পুটনিক ভি ভ্যাকসিনটির এখনও ৩য় পর্বের ক্লিনিক্যল  ট্রায়াল সম্পন্ন হয়নি।

তবে দিমিত্রিভ বলেন, বেশ কয়েকটি দেশ যেমন লাতিন আমেরিকা, এশিয়া এবং মধ্য প্রাচ্যের দেশগুলি এই ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আগ্রহী। ভারত ছাড়াও রাশিয়া অন্যান্য যে দেশগুলির আন্তর্জাতিক সহযোগিতার অপেক্ষায় রয়েছে সেবিষয়ে দিমিত্রিভ বলেন “আমরা কেবল রাশিয়াতেই নয়, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, সম্ভবত ব্রাজিল এবং ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল করতে চলেছি।” তিনি আরও জানিয়েছেন, রাশিয়া সহ পাঁচটিরও বেশি দেশে এই ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা রয়েছে এবং এশিয়া, লাতিন আমেরিকা, ইতালি এবং বিশ্বের অন্যান্য অংশে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =