ব্রেকিং: সুরজিৎ কর পুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার! ভোটের মুখে সিদ্ধান্ত

ব্রেকিং: সুরজিৎ কর পুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করল সরকার! ভোটের মুখে সিদ্ধান্ত

 

কলকাতা: ভোটের মুখে সুরজিৎ করপুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করল রাজ্য সরকার৷ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না৷ ২০১৮ সাল থেকে সুরজিৎ কর পুরকায়স্থ রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন৷ আজ বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না ‘নিষ্ক্রিয়’ নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ৷ ডিজি পদ থেকে অবসরের পর গত পয়লা জুন ২০১৮ সাল থেকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেন সুরজিতবাবু৷ ভোটের মুখে এবার নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে আপাতত সুরজিৎ কর পুরকায়স্থকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে৷ এর আগে ভোট ঘোষণা হতেই অপসারিত হন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম৷ এডিজি আইন-শৃঙ্খলার পর এবার ‘নিষ্ক্রিয়’ হলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা৷

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা জারি করে জানিয়েছেন, নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে আপাতত ‘নিষ্ক্রিয়’ করা হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থকে৷ ডিজিপদ থেকে অবসর নেওয়ার পর নিরাপত্তা উপদেষ্টার পদ তৈরি করে সুরজিৎবাবুর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়৷ এবার ভোটের মুখে ওই পদ থেকে তাঁকে আপাতত ‘নিষ্ক্রিয়’ করার নির্দেশ কার্যকর করল রাজ্য৷ সুরজিৎ কর পুরকায়স্থ ভোটের কাজে কোনোভাবেই যুক্ত থাকতে পারনেন না৷

 

 

এর আগে রাজ্যের আধিকারিকদের একাংশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তোলা হয় বিরোধী দলের তরফে৷ তাঁদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়৷ চাকরি থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নিরাপত্তা উপদেষ্টা নামের নতুন পথ তৈরি করে সুজিত কর পুরকায়স্থকে দায়িত্ব তুলে দেন৷ ওই পদ তৈরির জন্য নেওয়া হয় মন্ত্রিসভায় অনুমোদন৷ বিরোধীদের অভিযোগ ছিল, যেহেতু রাজ্যের প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে, ফলে নিরাপত্তা উপদেষ্টা পদের প্রয়োজন কী? গোটা বিষয়টি খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে বলে খবর৷ ১৯৮৫ ব্যাচের আইপিএস সুরজিৎ করপুরকায়স্থের ডিজি পদ থেকে অবসর নিয়ে ২০১৮ সালে ১ জুন নিরাপত্তা উপদেষ্টা হন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =