চিন, রাশিয়ার পর করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর শোনাল আমেরিকা

রাশিয়া ও চিন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তাদের ভ্যাকসিন খুব শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে। এবার সেই পথে হাঁটল আমেরিকা। মার্কিন সংস্থা ফাইজার জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে অক্টোবরেই আমেরিকার বাজারে আসবে করোনার টিক। এই খবরে মার্কিন নাগরিকরা যে একটু আশ্বস্ত হবেন তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকায় বিশ্বের সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

 

ওয়াশিংটন:  রাশিয়া ও চিন আগেই জানিয়ে দিয়েছে, তাদের ভ্যাকসিন খুব শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে। এবার সেই পথে হাঁটল আমেরিকা। মার্কিন সংস্থা ফাইজার জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে অক্টোবরে আমেরিকার বাজারে আসবে করোনার টিক। এই খবরে মার্কিন নাগরিকরা যে একটু আশ্বস্ত হবেন তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকায় বিশ্বের সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

আরও  পড়ুন- করোনা মহামারীতে চরম দারিদ্রের মুখে পড়বে ১০ কোটি মানুষ, দাবি ওয়ার্ল্ড ব্যাঙ্কের

অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের ওপর নজর ছিব সবার। তাদের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের রিপোর্টের মধ্যেই ফাইজার সকালকে অবাক করে তাদের করোনার টিকার হিউম্যান ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করে। সেখানে জানানো হয়, হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও ফাইজারের করোনা ভ্যাকসিন ভালো কাজ করেছে। তারা জুলাইয়ের শেষেই তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য প্রায় ৩০ হাজারের শরারে করোনা ভ্যাকসিন প্রয়োগ করেছে। 

ফাইজারের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে অক্টোবরের মধ্যে আমেরিকার বাজারে করোনা ভ্যাকসিন চলে আসবে। জানা গিয়েছে, প্রথম দফার রিপোর্ট ইতিমধ্যে ভ্যাকসিন রেগুলেটরি কমিটির কাছে জমা পড়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফার বিস্তারিত দেওয়ার পর করোনা ভ্যাকসিন বাজারে আনার বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে।

আরও পড়ুন- হাসপাতালের বেডে শুয়েই প্রেমিকাকে ‘আই ডু’ বললেন করোনা জয়ী

এর আগে রাশিয়া ও চিন করোনা ভ্যাকসিন প্রস্তুতের দাবি জানিয়েছে। তবে রাশিয়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরেই করোনা ভ্যাকসিন বাণিজ্যিক উপায়ে তৈরি করা শুরু করেছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার পাশাপাশি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা চলবে। অন্য দিকে, তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে চিনে। এর পাশাপাশি ওই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে চিনা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *