বালি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে জারি তরজা। পায়ে চোট নিয়ে হুইলচেয়ারে জেলায় জেলায় ঘুরে আসলে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি পা দেখানোর এতই ইচ্ছে থাকে তবে শাড়ির বদলে বারমুডা পড়লেই পারেন, সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দল, মতাদর্শ আলাদা হলেও দিলীপ ঘোষের এহেন মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষেই এদিন গর্জে উঠতে দেখা গেল বাম প্রার্থী দীপ্সিতা ধরকে। গেরুয়া নেতাকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন তরুণ প্রার্থী।
পিতৃতন্ত্রবাদ, মনুসংহিতা, ব্রাক্ষণ্যবাদ থেকে আসে দিলীপ ঘোষসুলভ বস্তাপচা মানসিকতা, এমনটাই জানিয়েছেন বালি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। এদিন তিনি বলেন, “যে কথা দিলীপ বাবু বলেছেন, একজন আধুনিক ভারতবর্ষের শিক্ষিত মহিলা হিসেবে তার নিন্দার কোনো ভাষা নেই।” তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দরাজ সার্টিফিকেট দেওয়ার প্রশ্নই ওঠে না। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও গর্জে উঠেছেন বালির তরুণী প্রার্থী।
শাসকদলও যে ধোয়া তুলসী পাতা নয়, তা স্পষ্ট করে দিয়েছেন দীপ্সিতা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বিভিন্ন সময় মহিলাদের কুরুচিকর আক্রমণ করেছেন। আমরা সেই অতীত ভুলে যাই নি।” এ প্রসঙ্গে প্রয়াত ঘাসফুল নেতা তাপস পালের বাড়িতে ছেলে ঢোকানো এবং কাকলি ঘোষ দস্তিদারের নির্যাতিতাকে দেহ ব্যবসায়ীর তকমা এঁটে দেওয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। দীপ্সিতার কথায়, “এই ধরণের মানসিকতার লোকজন মনে করেন মেয়েদের জন্মই হয় যাতে তাঁরা দাসীর মতো পুরুষ মানুষের সেবা করতে পারেন।”
উল্লেখ্য, দিন দুয়েক আগে পায়ে ব্যান্ডেজ বাঁধা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এক জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন।..যদি পা টা বার করেই রাখেন শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর?” গেরুয়া সভাপতির এহেন মন্তব্যের পরেই বয়ে যায় বিতর্কের ঝড়।