কোমায় চলে গিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন? জল্পনা বিশ্বে

অনেক দিন ধরেই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। এই নিয়ে জল্পনা আগেই দেখা দিয়েছিল। এবার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম দেই জংয়ের সহায়ক দাবি করেছেন, কোমা চলে গিয়েছেন কিম জং উন। আর তাঁর পরিবর্তে উত্তর কোরিয়ার দায়িত্বে এসেছেন বোন কিম ইয়ো জং। এই খবর প্রকাশিত হতেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা ফলাও করে প্রকাশিত হয়েছে। আর তাতেই বিশ্বে জল্পনা দেখা দিয়েছে। 

 

পিয়ংইয়ং:  অনেক দিন ধরেই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। এই নিয়ে জল্পনা আগেই দেখা দিয়েছিল। এবার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম দেই জংয়ের সহায়ক দাবি করেছেন, কোমা চলে গিয়েছেন কিম জং উন। আর তাঁর পরিবর্তে উত্তর কোরিয়ার দায়িত্বে এসেছেন বোন কিম ইয়ো জং। এই খবর প্রকাশিত হতেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা ফলাও করে প্রকাশিত হয়েছে। আর তাতেই বিশ্বে জল্পনা দেখা দিয়েছে। 

আরও খবর- ভারতের আক্রান্তদের শরীরে অ্যান্টিবডির সংখ্যা বেশি, দ্রুত প্লাজমা দাতা চেয়ে পাঠাল ব্রিটেন

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম দেই জংয়ের আমলে রাজনৈতিক বিষয়ক কমিটির সচিব ছিলেন চ্যাং সং মিন। দুই কোরিয়ার রাজনৈতিক হাল হকিকত তাঁর থেকে ভালো কেউ বুঝতে পারেন না, এমনটাই দাবি করেন দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি দেশের নজরদারীর প্রধান ছিলেন। মিন জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কোনওভাবেই তাঁর ক্ষমতার রাশ আলগা করবেন না। তবে যতক্ষণ পর্যন্ত না তিনি প্রচণ্ড অসুস্থ হচ্ছেন বা বিদ্রোহের মুখে পড়ছেন।

আরও পড়ুন- চিন, রাশিয়ার পর করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর শোনাল আমেরিকা

 
মিন দাবি করেছেন, চিনের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন,  কিম মারা যাননি। তিনি প্রচণ্ড অসুস্থ কোমায় চলে গিয়েছেন। তাই এখনও সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে তা নিয়ে কোনও সিদ্ধান্তে আসেনি। এই মুহূর্তে দেশকে পরিচালনা করছেন কিম ইয়ো জং। তবে উত্তর কোরিয়ায় কিম অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ পদে নিজের বিশ্বস্ত লোকজনকে রেখেছেন।তবে দক্ষিণ কোরিয়ার গুপ্তচপ সংস্থা দাবি করেছেন, কিমের কোমায় চলে যাওয়ার বিষয়ে কোনও তথ্যা তাঁদের কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *