নন্দীগ্রামে জড়ো হয়েছে BJP-র বহিরাগত গুণ্ডা! অভিযোগ জানিয়ে কমিশনে তৃণমূল

নন্দীগ্রামে জড়ো হয়েছে BJP-র বহিরাগত গুণ্ডা! অভিযোগ জানিয়ে কমিশনে তৃণমূল

5705104aac5f5fa2cf07163b0cb532e0

কলকাতা:  নন্দীগ্রামের একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছে বহিরাগত দুষ্কৃতীরা৷ খেজুরি, পটাশপুরে হামলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর৷ এই অভিযোগ তুলেই শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর অফিসে গেলেন শাসক দলের প্রতিনিধরা৷ 

আরও পড়ুন-  বয়স তো ৬৫, ‘মেয়ে’ হয় কী করে? মমতাকে কটাক্ষ ৮১-র বিমানের

এই প্রতিনিধি দলে রয়েছে ডেরেক ও’ব্রায়েন ও  কাকলী ঘোষদস্তিদার৷ তাঁদের বক্তব্য, তৃণমূল সুষ্ঠু ভাবে নির্বাচন করতে চায়৷ কিন্তু বিজেপি বাইরে থেকে গুণ্ডা এনে অশান্তি তৈরি করতে চাইছে। খেজুরিতে তৃণমূল প্রার্থীর উপর হামলা করা হচ্ছে৷ নন্দীগ্রামে বেশ কিছু বাড়িতে ইতিমধ্যেই দুষ্কৃতীরা জড়ো হয়েছে৷ এরা কেউই এলাকার ভোটার নয়৷ ভাটোর আগে বাইরে থেকে তাদের আনা হয়েছে বলেই দাবি তৃণমূলের৷ 

তাঁদের আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে এখানে যথাযথ ভাবে ব্যবহার করা হচ্ছে না৷ ঠিকমতো নাকা চেকিং করা হচ্ছে না৷ সে কারণেই বহিরাগত দুষ্কৃতীরা গ্রামের ভিতরে ঢুকে পড়ছে৷ তাঁরা জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে বড় বড় রাস্তার উপর৷ কিন্তু তাঁরা গ্রামের ভিতর ঢুকছেন না৷ আর সেই সুযোগেই ঢুকে পড়ছে গুণ্ডারা৷ গ্রামের বাড়িগুলোতে বহিরাগত দুষ্কৃতীদের লুকিয়ে রাখা হচ্ছে৷ তবে এই অভিযোগ মূলত নন্দীগ্রামকে কেন্দ্র করেই করা হয়েছে৷ সেখানেই বাইরে থেকে আনা গুণ্ডাদের জড়ো করার দাবি উঠেছে৷ ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন এই বহিরাগত গুণ্ডাদের দিয়ে বিজেপি গন্ডোগোল করাতে পারে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে৷ এছাড়াও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পটাশপুর, খেজুরি, এগরায় হামলার খবর তাঁদের কাছে রয়েছে বলেও জানিয়েছেন ডেরেকরা৷  

আরও পড়ুন- ওভার কনফিডেন্সের জায়গা নেই, বহিরাগত গুণ্ডা আনছে বিজেপি, হুঁশিয়ারি মমতার

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দিলীপ ঘোষের বিতর্কিত ‘বারমুডা’ মন্তব্য নিয়েও এদিন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস৷ তাঁদের দাবি, বিজেপি মহিলাদের সম্মান করে না৷ দিলীপ ঘোষের বক্তব্য থেকেই তা স্পষ্ট৷ আর সেই কারণেই তাঁরা মা দুর্গাকে অপমান করে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *