বারবার কেন হাসপাতালে ছুটছেন জাপানের প্রধানমন্ত্রী? কি হল তাঁর

পেটে তীব্র যন্ত্রণা নিয়ে মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রথমে আশঙ্কা করেছিলেন, করোনা হয়েছে শিনজো আবের। কিন্তু না, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর করোনা হয়নি হয়েছে। আলসেরাটিভ কোলাইটিস হয়েছে। আজকের অসুস্থতা নিয়ে। ক্রনিক এই রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। জানা গিয়েছে আলসেরাটিভের জন্যই তিনি ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসেন। আলসেরাটিভ কোলাইটিস বৃহদন্ত্রে  প্রদাহ জনিত একটি রোগ। খাদ্যনালীর সংক্রমণের থেকে এই রোগ দেখা দেয়। এর ফলে শরী

 

টোকিও:  পেটে তীব্র যন্ত্রণা নিয়ে মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রথমে আশঙ্কা করেছিলেন, করোনা হয়েছে শিনজো আবের। কিন্তু না, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর করোনা হয়নি হয়েছে। আলসেরাটিভ কোলাইটিস হয়েছে। ক্রনিক এই রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। 

জানা গিয়েছে, আলসেরাটিভের জন্যই তিনি ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসেন। আলসেরাটিভ কোলাইটিস বৃহদন্ত্রে  প্রদাহ জনিত একটি রোগ। খাদ্যনালীর সংক্রমণের থেকে এই রোগ দেখা দেয়। এর ফলে শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অনেক সময় বংশোগত কারণেও এই রোগ দেখা দিয়েছে। এই রোগের জন্য দীর্ঘদিন ওষুধ খেতে হয়। না হলে সেটা অস্ত্রোপচার করতে হয়।  

আরও পড়ুন- মেয়েকে কলেজে ভর্তির জন্য ঘুষ, মার্কিন অভিনেত্রী লরি লফলিন ও তাঁর স্বামীর কারাদণ্ড

খাদ্যনালীতে প্রথমে আলসার হয়। সেই আলসার বৃহদন্ত্রে ছড়িয়ে পড়ে। এরপর মলদ্বারের কাছে জ্বালা করতে থাকে। রক্তবমি, পায়খানের সঙ্গে রক্ত দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেকেরই দেখা যায়। যেখানে খিদে চলে যায়, পেট ফুলে ওঠে, পেটে ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে রোগী। এই দশাই যদি ক্রনিক হয়ে যায় এবং কোলনে ঘা হতে থাকে তাহলেই আলসেরাটিভ কোলাইটিস রোগ দেখা দেয়।  

আরও পড়ুন- ভারতের আক্রান্তদের শরীরে অ্যান্টিবডির সংখ্যা বেশি, দ্রুত প্লাজমা দাতা চেয়ে পাঠাল ব্রিটেন

অনেকেই শুরুর দিকে এই রোগকে বদ হজম বলে ভুল করে থাকেন। প্রথম দিকে খিদে থাকে না। পেট ফুলতে থাকে। বমিভাব, খিদে কমে যাওয়া, হঠাৎ করে ওজন কমতে থাকা এই রোগের অন্যতম লক্ষণ। রোগ ক্রনিক হয়ে গেলে তখন মাঝে মধ্যেই তীব্র পেট ব্যথা কাবু করবে। মলের সঙ্গে পুঁজ-রক্ত বের হতে পারে, মলদ্বারে ব্যথা, জ্বালা করতে পারে। অপুষ্টিতে ভুগতে পারে রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =