প্রথম দফায় পাঁচ জেলা ভোট ময়দানে ১৯ কোটিপতি

প্রথম দফায় পাঁচ জেলা ভোট ময়দানে ১৯ কোটিপতি

270a72e65e492902dc27fac7d1bce19e

কলকাতা: রাত পোহালেই বঙ্গে শুরু প্রথম দফার ভোট৷ একুশের ভোটের উত্তাপ যে অনেকটাই বেশি তা বলাই বাহুল্য৷ শনিবার ভোট হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর-এই পাঁচ জেলার ৩০টি আসনে৷ এই পাঁচ জেলার বিস্তীর্ণ অঞ্চল আজও অনুন্নয়নের ধাক্কায় ধুঁকছে৷ এই পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকার ভোটাররা দারিদ্রতার নাগপাশে জড়িয়ে থাকলেও কোটি পতি প্রার্থীর অভাব নেই৷ জানা গিয়েছে এই ৩০ কেন্দ্রের ১৯১ জন প্রার্থীর মধ্যে ১৯ জন প্রভুত সম্পত্তির মালিক৷ 

আরও পড়ুন-  প্রথম দফার ভোটে রাজ্য পুলিশকে বুথের দায়িত্ব! নজরে মাও-প্রভাবিত ঝাড়গ্রাম!

পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস জানিয়েছে, এই ৩০টি কেন্দ্রের ১০ শতাংশ প্রার্থী কোটিপতি৷ এর মধ্যে ৪ শতাংশ আবার ২ কোটিরও বেশি সম্পত্তির অধিকারী৷ এই ৩০টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল ও বিজেপি৷ তৃণমূলের ২৯ জন প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন ৯ জন। সেই নিরিখে বিজেপির কোটিপতির সংখ্যা কিছুটা কম৷ ২৯ জনের মধ্যে তাঁদের কোটিপতি প্রার্থী ৪ জন৷  সিপিএমে ১৮ জন প্রার্থীর মধ্যে কেটিপতি ২৷  অন্যদিকে প্রথম দফায় কংগ্রেসের ৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২ জন, বিএসপি এবং এসইউসিআই(সি)’র এক জন করে কোটিপতি প্রার্থী৷ গড় করলে প্রথম দফার প্রার্থীদের সম্পত্তি মাথা পিছু ৪৪ লক্ষা টাকা৷ 

পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস আরও জানিয়েছে, সকল প্রার্থী কোটিপতি না হলেও কয়েক লক্ষ টাকার মালিক তাঁরা৷ ৫০ লক্ষ থেকে থেকে ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে ২১ শতাংশ প্রার্থীর৷ আবার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে প্রথম দফার ৩৬ শতাংশ প্রার্থীর। ৪০ শতাংশ প্রার্থীর সম্পত্তি ১০ লক্ষের কম৷ 

আরও পড়ুন- টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা? তৃণমূল প্রার্থীর ভিডিও ঘিরে চাঞ্চল্য

সম্পত্তির এই দীর্ঘ তালিকায় সবার উপড়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তি। শুলনে অবাক হবেল, অম্বুজাক্ষর মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। তার পরেই রয়েছেন বিজেপিরই কাঁথি উত্তরের প্রার্থী সুমিতা সিনহা। তার মোট সম্পত্তি ৪ কোটি টাকারও বেশি। কোটিপতি প্রার্থীর দীর্ঘ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূলের খড়গপুরের প্রার্থী দীনেন রায়। সুমিতার থেকে সামান্য পিছনে থেকে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭০ লক্ষ টাকা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *