মহাকাশে মালাবদল করতে চান? সেই সুযোগ এখন হাতের মুঠোয়, কিন্তু খরচ কত জানেন?

মহাকাশে মালাবদল করতে চান? সেই সুযোগ এখন হাতের মুঠোয়, কিন্তু খরচ কত জানেন?

3b7d9afb00bf7dcd8d8d09aba91a5dfb

 কলকাতা: হালফিলের জমানায় ডেস্টিনেশন ওয়েডিং যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ কারও পছন্দ সমুদ্র সৈকত, কারও আবার পাহাড়৷ কেউ আবার বেছে নিচ্ছেন পুরনো কোনও রাজবাড়ি, ফার্ম হাউজ কিংবা প্রাকৃতি সৌন্দর্যে মোড়া কোনও নামী দামি হোটেল বা পর্যটনস্থল৷ কিন্তু এসব কিছুই তো ‘কমন’৷ এসবের উর্ধ্বে উঠে কেউ যদি ব্যতিক্রমী হতে চান!  কেউ যদি চান পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশে গাঁটছড়া বাঁধতে? না না, অবাক হবেন না৷ সেই সুযোগও কিন্তু রয়েছে৷ 

আজ্ঞে হ্যাঁ, এবার চাইলে মহাকাশেও জীবনসঙ্গীর হাত ধরে সাতপাকে বাঁধা পড়তে পারেন আপনি। তবে এর জন্য ব্যাঙ্কে স্রেফ থাকতে হবে মোটা অঙ্কের ব্যালেন্স৷ তাহলেই কেল্লাফতে৷ পৃথিবীর মাটি ছেড়ে আপনি সোজা উড়ে যাবেন অন্য দুনিয়াতে৷ কার্বন-নিউট্রাল বেলুনে চেপে মহাকাশে ভাসতে ভাসতেই বাঁধা পড়তে পারেন সাতপাকে। এবার চলুন এখন দেখা নেওয়া যাক মহাকাশে মালাবদলের খুঁটিনাটি৷ 

মহাকাশে বিয়ে করতে চাইলে আপনাকে কোনও হ্যাঁপা পোহাতে হবে না। শুধু উপস্থিতিটাই কাম্য! এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তবে এই সুবিধা নিতে গেলে লাগবে পকেটের জোর৷ চোখের পলকে সারা হবে যাবতীয় ব্যবস্থা৷  শুধু মাহাকাশে বসে বিয়েই নয়, সাত পাকে বাঁধা পরার পর একটি বিলাসবহুল জাহাজে পার্টি দেওয়ারও বন্দোবস্তও করা হবে। ২০২৪ সালের মধ্যেই চালু হবে এই পরিষেবা৷ নব দম্পতির জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস পার্সপেক্টিভ কোম্পানি। একটি কার্বন নিউট্রাল বেলুনে চড়ে মহাকাশে ভাসতে ভাসতেই হবে বিয়ে৷ সাক্ষী থাকবে আমাদের নীল গ্রহ৷ পৃথিবীর সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে করতেই হবে মালাবদল৷ আর এই সব কিছুর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সংস্থা। 

অনেকে হয়তো ভাবতে পারেন, পৃথিবী ছেড়ে মহাকাশে বিয়ে করার ইচ্ছে আবার কারও আছে নাকি?  তাহলে বলব, হ্যাঁ আছে৷ এমন অনেক দম্পতিই আছেন যাঁরা মহাকাশে বিয়ের জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই এক হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷ মহাকাশে বিয়ে করার জন্য আনা হয়েছে একটি বিশেষ প্যাকেজ৷ সেখানে থাকবে একটি ৬ ঘণ্টার স্পেসশিপ নেপচুন ফ্লাইট যাত্রা। বেলুনে করে অতিথিদের ১,০০,০০০ ফিট উপর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।

মহাকাশকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে দম্পতিদের আগামী বছর মানে ২০২৪ সালের শেষে স্পেস পার্সপেক্টিভের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিন্তু এই বিয়ের বাজেট কত? সংশ্লাষ্ট কোম্পানি জানাচ্ছে, নেপচুনে একটি আসনের জন্য খরচ পড়বে ১০,২৮৩,২৫০ টাকা বা ১২৫,০০০ ডলার। এই মহাকাশযানে থাকছে রিফ্রেশমেন্টের সুবিধা৷ শুধু তাই নয়, সেখানে Wi-Fi, টয়লেট এবং ভাসমান লাউঞ্জের মতো সুবিধাও থাকবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *