নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে এদিন সাতসকালে বাংলায় টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি। এবার বাংলাতে টুইচ করে পশ্চিমবঙ্গের গৌরবকে পুনরুদ্ধার করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মনে করালেন, “প্রথমে ভোটদান, তারপরে জলপান”।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় টুইট করে লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।”
আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
— Amit Shah (@AmitShah) March 27, 2021
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছেন, “বাংলার বিধানসভা নির্বাচনের আজ প্রথম দফা ভোট। আপনার ভোট আপনার এবং আপনার রাজ্যের ভবিষ্যতের ভাগ্য লিখবে। সকল ভোটদাতার কাছে আমার আগ্রহ যে, কোভিড সতর্কীকরণ মেনে গণতন্ত্রের এই মহোৎসবে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। মনে রাখবেন, প্রথমে ভোটদান, তারপর জলপান।” প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহে একাধিকবার বিজেপির প্রচারের জন্য বাংলায় এসেছেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। একাধিক জায়গায় মিছিল থেকে শুরু করে জনসভা করে দিয়েছেন তারা।
বাংলার বিধানসভা নির্বাচনের আজ প্রথম দফা ভোট। আপনার ভোট আপনার এবং আপনার রাজ্যের ভবিষ্যতের ভাগ্য লিখবে।
সকল ভোটদাতার কাছে আমার আগ্রহ যে, কোভিড সতর্কীকরণ মেনে গণতন্ত্রের এই মহোৎসবে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।মনে রাখবেন, প্রথমে ভোটদান, তারপর জলপান।
— Jagat Prakash Nadda (@JPNadda) March 27, 2021
এদিন সকালে পশ্চিমবঙ্গ বাসীর উদ্দেশ্যে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।” প্রধানমন্ত্রীর টুইটের পর ৮টা ২০ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন৷’’