কলকাতা: প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গের শুরু হয়ে গেছে আজ। ইতিমধ্যেই জায়গায় জায়গায় বোমাবাজি এবং সংঘর্ষের খবর উঠে আসছে। এই আবহে ফের একবার ভারতীয় জনতা পার্টি শিবিরকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বললেন, বিজেপি ভারতের সংবিধান এবং প্রতিষ্ঠান ধ্বংস করতে চায়। বাংলায় তৃণমূল কংগ্রেসই জিতবে।
এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ জিতবে না। বাংলার মেয়ে নন্দীগ্রামে হারাবে তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতককে। বিজেপির দুষ্কৃতীরা সেখানে সেটাই করছে যেটা তারা করতে পারে সবচেয়ে ভালো, সেটা হলো ভারতের সংবিধান এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করা। বাংলার মেয়েরা যেভাবে ইচ্ছা শাড়ি পরবে, বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে, এমনই মন্তব্য ঘাসফুলের এই সাংসদের।
TMC will win Bengal. Bengal’s daughter will defeat Bengal’s traitor in his own backyard at Nandigram, members of tourist gang will continue to do what they do best – try & destroy institutions in India. Women in Bengal will continue to wear sarees any way they want: Derek O’Brien pic.twitter.com/8aAokkSznI
— ANI (@ANI) March 27, 2021
এদিকে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারী জানিয়েছেন, জেলায় একাধিক জায়গায় ভোট শুরুর সময় থেকে ইভিএম সমস্যা হচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন ব্যাপারটিতে হস্তক্ষেপ করেছে। এই ধরনের ঘটনা দেশের যে কোনো নির্বাচনে ঘটে তাই সমস্যার কোনো রকম কারণ নেই।
Voters being influenced & stopped from voting at booth number 149. Overall polling being held peacefully. EVMs malfunctioning at some locations, it happens in all polls, EC is looking into it: Soumendu Adhikari, BJP leader & brother of Suvendu Adhikari#WestBengalElections2021 pic.twitter.com/zr4zyZbFiZ
— ANI (@ANI) March 27, 2021