প্রথম দফায় রিগিং কম হয়েছে! কমিশনকে ধন্যবাদ জানাল বিজেপি

প্রথম দফায় রিগিং কম হয়েছে! কমিশনকে ধন্যবাদ জানাল বিজেপি

8b27fe76f8ca1ec8fac5607bbf9d0f6c

কলকাতা: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। কোথাও মারধরের অভিযোগ উঠেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে, কোথাও মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বোমা মারার ঘটনা ঘটেছে। এদিকে দক্ষিণ কাঁথি সহ বেশ কয়েকটি এলাকায় ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি দাবি করছে প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে। ‌ এই কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে তারা।

এদিন নির্বাচন কমিশনের বিজেপির প্রতিনিধি দল এসে সাংবাদিকদের মুখোমুখি হয়। সেই দলে ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ অর্জুন সিং সহ অনেকে। কৈলাস দাবি করেন, তিনি বিগত ছয় বছর ধরে এই রাজ্যে বিজেপির হয়ে কাজ করছেন এবং একটার পর একটা নির্বাচন চোখের সামনে দেখেছেন। ‌কিন্তু এইবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে এবং ভোট যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করলেন তিনি। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি আরো জানিয়েছেন, ৯০ শতাংশ বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটালে বাকি ১০ শতাংশ বুথেও শান্তিপূর্ণ ভোট হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *