কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল অশান্তি, বোমাবাজি, প্রথম দফায় উত্তপ্ত দুই মেদিনীপুর

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল অশান্তি, বোমাবাজি, প্রথম দফায় উত্তপ্ত দুই মেদিনীপুর

0c441f98b3a2e9a389913435d15d8211

মেদিনীপুর: প্রথম দফায় বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর৷ চলল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অশান্তি৷ কোথাও আবার চলল বোমাবাজি৷ আজ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির দাদরা গ্রামে কেন্দ্রীয়বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের তুমুল অশান্তি বাধে৷ অন্যদিকে খেজুরি ও তার পাশে নন্দীগ্রামে চলল বোমাবাজি৷ জখম এক মহিলা৷ 

আরও পড়ুন-  বহিরাগতদের আনছে বিজেপি, সায় আছে কমিশনের! ক্ষুব্ধ তৃণমূল

আজ ঠিক কী ঘটেছে কেশিয়াড়িতে? প্রথম দফার ভোটে কেশিয়ারির দাদরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য বলেন৷ সেই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় মানুষ৷ শুধু এটাই নয়৷ অভিযোগ, বাড়িতে ঢুকে কেন্দ্রীয়বাহিনী লাঠিচার্জ করে এবং ভাঙে ফেলা হয় বাড়ির দরজা৷ এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই কেশিয়াড়ি রণক্ষেত্রের রূপ নেয়৷ 

পাল্টা আক্রমণ চালিয়ে কেন্দ্রীয় জওয়ানদের গাড়ির উপরে হামলা চালানো হয়৷ গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়৷ স্থানীয় মানুষ রাস্তার উপর বসে পড়ে অবরোধ করে৷ রাস্তার উপর গাছের গুড়ি, ডালপালা ফেলে দেওয়া হয়৷ পরিস্থিতি সামল দিতে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে তারা অবরোধ তোলে৷ স্থানীয় মানুষদের শান্ত করা হয়৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা বেধেছিল গ্রামবাসীর৷ 

আরও পড়ুন- বিজেপি’র ডেপুটেশনে বাইরের লোকও এবার বুথ এজেন্ট, তীব্র প্রতিবাদ তৃণমূলের

এদিকে প্রথম দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মিলেছে খেজুরি থেকেও৷ সেখানে তৃণমূল কর্মীদের মাথা ফাটানোর অভিযোগও উঠেছে৷ আবার বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগও রয়েছে৷ তবে উভয়েই অভিযোগ অস্বীকার করেছে৷ পাশাপাশি ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। খেজুরি লাগোয়া সাউদখালি এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন এক মহিলা৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে৷ পুলিশ ও সিআরপিএফকে ঘিরে বিক্ষোভ দেখাল এলাকার মানুষ৷ তাদের উপস্থিতিতে কী ভাবে একের পর এক বোমা মাঠে ও রাস্তায় নিক্ষেপ করা হল? প্রশ্ন তুলেছেন তাঁরা৷ এই ঘটনার জন্য বিজেপি’র বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে৷ উল্লেখ্য বিষয় হল, অশান্তির এই কেন্দ্র থেকে কিছুটা দূরেই নন্দীগ্রামে রয়েছে বিজেপি’র একটি সভামঞ্চ৷ সেখানে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *