সাক সকালে বাইকে চেপে ভোট কেন্দ্রে শুভেন্দু, দিলেন ভোট

সাক সকালে বাইকে চেপে ভোট কেন্দ্রে শুভেন্দু, দিলেন ভোট

নন্দীগ্রাম:  ভোট পর্ব শুরু হতেই ময়দানে শুভেন্দু অধিকারী৷ সকাল সকাল বাইকে করে ভোট দিতে পৌঁছলেন তিনি৷ এখানে এমন একটি বুথে তাঁর ভোট কেন্দ্র যেখানে গাড়ি ঢোকা সম্ভব নয়৷ তাই বাইকে করেই ভোট দিতে যান বিজেপি’র এই হেভিওয়েট প্রার্থী৷ 

ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘‘সমস্ত ভোটারের কাছে অনুরোধ, শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করুন৷ নিয়ম মেনে ভোট দিন৷ কোভিড বিধি মেনে চলুন৷ আমি ভোট দিয়েছি৷ এখানে উন্নয়ন জিতবে৷ তোষণ পরাস্ত হবে৷ দুর্নীতি মুক্ত সোনার বাংলা হবে৷’’ সেই সঙ্গে ভিকট্রি সাইনও দেখান শুভেন্দু৷ তিনি আরও বলেন, ‘‘নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার বিশ্বাসের সম্পর্ক৷ তাঁদের সঙ্গে ২০ বছরের সম্পর্ক৷ হঠাৎ করে দু’-এক মাসে সেটা কেউ নষ্ট করতে পারবে না৷ বয়ালের চার নম্বর বুথে সামান্য সমস্যা রয়েছে৷ এছাড়া এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই৷’’ 

আরও পড়ুন- নন্দীগ্রামে শুরু ‘মেগা ফাইট’, মমতা না শুভেন্দু? ইভিএম-এ শুরু ভাগ্যবন্দীর ‘খেলা’

প্রসঙ্গত, ভোট প্রচারে নেমে শুভেন্দুর হাত থেকেও মেরুকরণের তাস বেড়িয়েছিল৷ বলা যেতেই পারে, হিন্দুত্বকে হাতিয়ার করেই তিনি ভোটে লড়ছেন৷ এদিকে, আজ সকাল সকাল সংকীর্ণ রাস্তা ধরে মোটরবাইকে চেপে তিনি ভোট দিতে আসেন৷ নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি৷ শুভেন্দু এই বুথেরই ভোটার৷ ফলে সাধারণ মানুষের মধ্যেও একটা উৎসাহ দেখা যায়৷ তিনি ভোট দিয়ে বেরোনের পরেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম৷ গোটা দেশের নজর আজ রয়েছে নন্দীগ্রামের উপর৷ শুভেন্দু তাঁর আঙুলে ভোটের কালি ও ভোটার কার্ডও দেখান৷ জয়ের বিষয়েও তিনি আত্মবিশ্বাসী৷ 

অন্যদিকে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ কোনও অভিযোগ রয়েছে কিনা, তা শুনছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন চার জন নিরাপত্তারক্ষী৷ এতদিন পর্যন্ত একজন নিরাপত্তারক্ষী ছিলেন৷ তিনি বলেন, সকাল থেকে যে কটি বুথে গিয়েছি, সেখানে ঠিক মতোই ভোট হচ্ছে৷ সব কটি দলের পোলিং এজেন্টই বসেছে৷ নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে৷ সেই সঙ্গে সাধারণ মানুষ অর্থাৎ ভোটারদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =