নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, গেরুয়া সন্ত্রাসের মুখে তৃণমূল!

নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, গেরুয়া সন্ত্রাসের মুখে তৃণমূল!

a4ee6b74b90b01d64cce018481103358

 

নন্দীগ্রাম: হাইভোল্টেজ নন্দীগ্রামকে কেন্দ্র করে নিরাপত্তা বজ্র আঁটুনি গড়ে তুলেছে নির্বাচন কমিশন৷ গতকাল থেকেই আকাশ পথে চলেছ নজরদারি৷ দিকে দিকে নাকা চেকিং৷ নিরাপত্তার বিরাট ব্যবস্থা থাকলেও অব্যাগত অশান্তি৷ বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ বুথে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল৷

নন্দীগ্রামে ভোট শুরু হতেই মৃত্যুর খবর এসেছে৷ বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ৷  মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, তৃণমূলের কর্মীরা হুমকি কারণে আত্মহত্যা হয়েছেন ওই বিজেপি কর্মী৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ পূর্ব ভেকুটিয়া এলাকার মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুব৷ তাঁর পরিবারের দাবি, তিনি বিজেপি কর্মী ছিলেন৷ এলাকায় বিজেপির হয়ে মিটিং করেছিলেন৷ পরিবারের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁকে লাগাতে চাপ দিচ্ছিল৷ গত ভোটের দিন তিনি যাতে বিজেপির হয়ে ভোটে অংশ নেন, তা নিয়েও চাপ আসছিল৷ পরিবারের অভিযোগ, চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা হয়েছেন ওই তৃণমূল কর্মী৷

নন্দীগ্রাম কেন্দ্রে ভোট লড়ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর একদা সহকর্মী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ জোটের হয়ে লড়ছেন মীনাক্ষী৷ এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতে না হতেই তৃণমূল-বিজেপি পরস্পর পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত শুরু করেছে৷ নন্দীগ্রামে ১৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উ তুলেছে বিজেপির বিরুদ্ধে৷ ২৪৮ নম্বর বুথে বিজেপির কর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ৷ ১০৫ নম্বর বুথে বিমল সাহা বলে একজন পরিবার আটকে রেখেছে বিজেপির কর্মীরা৷ ১৩০ নম্বর বুথে বিজেপি কর্মীরা এজেন্টকে ঢুকতে বাধা দিচ্ছে বলে বলা হয়েছে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *