নন্দীগ্রাম: অবশেষে ঘর ছেড়ে ব্যাটেল গ্রাউন্ডে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে ভোট পরিদর্শনে গেলেন তিনি৷ ঘুরছেন বিভিন্ন বুথে৷ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন তিনি৷ কিন্তু সকাল থেকে তাঁর দেখা মেলেনি৷ তিনি যথন বাড়ি থেকে বেরলেন তখন ১টা বেজে গিয়েছে৷ অন্যদিকে, আজ সকাল থেকেই মাঠে নেমে পড়েন শুভেন্দু অধিকারী৷ সকাল সকাল ভোট দিয়ে বিভিন্ন বুথে ছুটে বেড়ান নন্দীগ্রামের ভূমিপুত্র৷
আরও পড়ুন- দুষ্কৃতীদের খুঁজতে চিরুনি তল্লাশি! কেশপুরের ঘটনায় তৎপর কমিশন, কেন্দ্রীয় বাহিনী
তবে নন্দীগ্রামের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পেয়ে কমিশনের কাছে সুস্থ ভাবে ভোট করানোর আবেদন জানান তৃণমূল নেত্রী৷ বিভিন্ন জায়গায় তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি৷ কোনও কোনও বুথ দখল করে নিয়েছে বিজেপি৷ অনেক জায়গায় ভোটারদের বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না৷ এমনকী ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সিআরপিএফ-এর বিরুদ্ধে৷ এদিন সকাল থেকেই এই সকল খবর রেয়াপাড়ায় মমতা বন্দ্যেপাধ্যায়ের অস্থায়ী বাসভবনে আসছিল৷ এখানে একটি কনট্রোলরুও খুলেছেন তিনি৷ বিভিন্ন পার্টি অফিস থেকে তাঁর কাছে খবর আসতে থাকে৷ এবং বাড়িতে বসেই তিনি নির্দেশ দিতে থাকেন৷ তবে আপাতত তিনি রেয়াপাড়ার বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছেন৷ এখান থেকে বিভিন্ন একালায় যাবেন৷ মনে করা হচ্ছে বয়ালে যাবেন তৃণমূল সুপ্রিমো৷ এখানেই সবচেয়ে বেশি গন্ডোগোলের ঘটনা ঘটেছে৷ এছাড়াও গোকুলনগর, বলরামপুর, সোনাচূড়াতেও তিনি যেতে পারেন বলে মনে করা হচ্ছে৷