কেশপুর: বিজেপির মহিলা পোলিং এজেন্ট এবং প্রার্থীর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তাপ চরমে কেশপুরে। এবার দুষ্কৃতীদের ধরতে অতি সক্রিয় হলো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, একইসঙ্গে রাজ্য পুলিশ। কারা হামলা করেছে, তাদের খুঁজে বের করতে এলাকায় গিয়ে চিরুনি তল্লাশি করছেন তারা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে খবর। কেশপুরের ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে এবং বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়ে গিয়েছে এলাকায়।
কিছুক্ষণ আগেই, কেশপুর বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর বুথের বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের উপর। অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি করে যখন ১৭৩ নম্বর বুথের দিকে যাচ্ছিলেন ওই মহিলা পোলিং এজেন্ট, ঠিক তখনই এক দল তৃণমূল কর্মী ওই গাড়ির ওপর ইট বৃষ্টি শুরু করে। কোনোরকমে রক্ষা পান বিজেপির মহিলা পোলিং এজেন্ট। আহত অবস্থায় তাকে তড়িঘড়ি কাছে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্যত চুরমার করে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের স্করপিও গাড়িটি। তিনি জানিয়েছেন, “তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে। তারা শান্ত ও অবাধ নির্বাচন চায় না। কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে।” তবে ওই পোলিং এজেন্ট আর বিজেপি প্রার্থী এখন কেমন আছেন তা জানা যায়নি। আবার সেখানের বিজেপি প্রার্থীর গাড়ির ওপর লোহার রড, বাঁশ এবং ইট দিয়ে হামলা করা হয়। আক্রান্ত হয় সংবাদমাধ্যম, ভাঙচুর করা হয় গাড়িও! সবমিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কেশপুর।