‘ভয় পেয়েছেন দিদি’, জয়নগর থেকে কটাক্ষ মোদীর

‘ভয় পেয়েছেন দিদি’, জয়নগর থেকে কটাক্ষ মোদীর

0459683e0973f6629e551ee324734620

 

জয়নগর: ‘ভয় পেয়েছেন দিদি’, জয়নগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক শব্দ বাণে বিঁধলেন নরেন্দ্র মোদী। রাজ্যজুড়ে দ্বিতীয় দফার ভোট চলাকালীন জয়নগরের মানুষকে মমতা বিরুদ্ধ কটুক্তি করে ভোট প্রচারে নেমেছেন তিনি৷ একদিকে যেখানে কার্যত রণক্ষেত্রে নন্দীগ্রাম, সেখানেই জয়নগরে মোদি বলছেন, ‘‘বাংলা যেটা আগামী দিনে করতে চায়, নন্দীগ্রাম সেটা আজ করে দেখিয়ে দিচ্ছে।’’

বৃহস্পতিবার জয়নগরে প্রধানমন্ত্রী বললেন, ‘‘ও দিদি, ১০ বছরে সরকারে থেকে কিছু কাজ করলে আজকে নন্দীগ্রামে তিনদিন ধরে বসে থেকে ভোট চাইতে হত না। আপনাকে বাংলার ছেলেমেয়েদের হত্যার হিসেব দিতে হবে। রক্তের খেলার হিসেব দিতে হবে।’’ বিজেপি সুপ্রিমো আরও জানালেন, “দিদি, আপনি মুখ্যমন্ত্রী পদের জন্য ভারতীয় সংবিধানের শপথ নিয়েছেন। সংবিধান আপনাকে অন্যান্য রাজ্যের মানুষের অপমান করার অনুমতি দেয় না।’’

তিনি আরও বলেন, ‘‘আমফান সাইক্লোনের সময়ে আপনাদের সাহায্য করার জায়গায় এই তৃণমূল সরকার আপনাদেরকেই  লুটে নিয়েছে। কেন্দ্র সরকার যে কোটি কোটি টাকা পাঠিয়ে ছিল তার মধ্যেও কাটমানি খেয়েছে এই সরকার।” প্রধানমন্ত্রী কটাক্ষ করে বললেন, “বাংলা এই সরকারের জন্য খেলার মাঠ ছিল, আছে, থাকবে। আর বিজেপি এখানে সরকার গড়লে বাংলা উন্নয়নের জায়গা হবে, শিল্পের জায়গা হবে, কর্মসংস্থানের জায়গা হবে, সংস্কৃতির জায়গা হবে।” রণক্ষেত্র নন্দীগ্রামের বয়ালে মুখ্যমন্ত্রী ভোট লুটের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বহিরাগত লোক নিয়ে এসে বুথ দখলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *