কলকাতা: বাংলায় খুব তাড়াতাড়ি পরিবর্তন আসতে চলেছে, এবং সেটি হল আসল পরিবর্তন, আর নিজের কেন্দ্রে তিনি ১ লক্ষ ভোটে জিততে চলেছেন! এমনই দাবি করলেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বললেন, এখানে প্রথম থেকে ভোট লুট করত তারা, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হত না বলে অভিযোগ করেন হিরণ।
এদিন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী বললেন, আগেরবার এখানে ভোট দিতে দেওয়া হয়নি এবং তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছিল। কিন্তু এখানে মানুষ প্রথম থেকেই বিজেপিকে সমর্থন করেন তাই এবারের তিনি বিপুল ব্যবধানে জিতল চলেছেন বলে আশাবাদী। হিরণ স্পষ্ট মনে করছেন তিনি কমপক্ষে ১ লক্ষ ভোটে জিতবেন এবং বাংলায় খুব তাড়াতাড়ি আসল পরিবর্তন আসতে চলেছে।
যদিও এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন তিনি। মন্তব্য করেছেন, রাতের বেলা আলো বন্ধ করে টাকা লেনদেন করেছে তারা এবং বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে মাংস-ভাত খাইয়ে ভোট লুট করার চেষ্টা করেছে তৃণমূল। এমনকি অনেক মানুষকে ধমকি দিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির এই তারকা প্রার্থী।