রাজ্যে হু হু করে বাড়ছে করোনা! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৭৫০

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৭৫০

কলকাতা: ভোট আবহে পারস্পরিক দূরত্ব আর করোনা বিধির বালাই নেই। তাই প্রত্যাশিত ভাবেই দেশ তথা রাজ্যজুড়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭৩৩, গোটা রাজ্যে সক্রিয় করোনা রোগী বেড়ে হয়েছে ৭৬৯২ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত ছিল ১২৭৪, সেই সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৩৩ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,৮৮,১৮৯ জন।

রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায়  করোনা আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। ৩৩১ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। অতএব, এই দুই জেলা সংক্রমণের শীর্ষে রয়েছে। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৭৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। কালিম্পং ও ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪ জনের, তাঁদের মধ্যে দু’জন কলকাতার!  

আরও পড়ুন-  মমতার ৬৩টি অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট গেল কমিশনের কাছে

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন! গত পাঁচ মাসে এই সংক্রমণের হার সর্বোচ্চ। দেশে একদিনে করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৫০ হাজার ৩৫৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৪ হাজার ৬৯৬। করোনা ভাইরাস প্রাণ কেড়েছে মোট ১ লক্ষ ৬৩ হাজার ৩৯৬ জনের। ইতিমধ্যে অবশ্য ৬ কোটি ৮৭ লক্ষ ৮৯ হাজার ১৩৮ জনের টিকাকরণ হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লির। উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গকে নিয়েও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =