ভার্চুয়াল দুনিয়ায় পরিজনদের দেখে খুশি পেঙ্গুইন পিয়ের

চিরিয়াখানার কর্মীরা তাঁদের আদরের পেঙ্গুইনটির ভালবেসে নাম দিয়েছেন 'পিয়ের'। কিন্তু এত আদর আপ্পায়ন পেলেও খাঁচায় মন বসছিল না পিয়েরে'র। বন্ধু বান্ধবদের দেখা পেতে অস্থির হয়ে উঠেছিল সে। চিরিয়াখানার কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, পিয়ের আসলে বিপন্ন উত্তর রকহপার প্রজাতির পেঙ্গুইন।

 

পারথ: ইন্টারনেট এখন যোগাযোগের অন্যতম মাধ্যম। ঘরে বসেই হাজার হাজার দূরে থাকা আত্মীয়-পরিজন তথা বন্ধু-বান্ধবদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষের তৈরি এই আন্তজাল ব্যবস্থা সত্যিই অভাবনীয়। কিন্তু মানুষের পাশাপাশি জীবজন্তুরাও যদি ভিডিও মারফত তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, তখন তা চাঞ্চল্য তৈরি করে বৈকি! এমনটাই দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার পারথ চিরিয়াখানায়। সেখানে পরিবার হারানো এক পেঙ্গুইন ঘণ্টার পর ঘণ্টা আইপ্যাডের স্ক্রিনে চোখ রেখে বন্ধুদের সঙ্গে খবর নেয়।

চিরিয়াখানার কর্মীরা তাঁদের আদরের পেঙ্গুইনটির ভালবেসে নাম দিয়েছেন 'পিয়ের'। কিন্তু এত আদর আপ্পায়ন পেলেও খাঁচায় মন বসছিল না পিয়েরে'র। বন্ধু বান্ধবদের দেখা পেতে অস্থির হয়ে উঠেছিল সে। চিরিয়াখানার কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, পিয়ের আসলে বিপন্ন উত্তর রকহপার প্রজাতির পেঙ্গুইন। কয়েকদিন আগে পারথের সমুদ্র সৈকতে বেহুঁশ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। হয়ত কোনও ভাবে দক্ষিণ অতলান্তিক মহাসাগরের কোনও দ্বীপ থেকে দীর্ঘ পথ পেড়িয়ে পিয়ের পারথে এসে পৌঁছায়। ফলে স্বাভাবিক ভাবেই এতটা পথের ধকল নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে পিয়ের। পাশাপাশি এখানে এসে বন্ধু বান্ধবদেরও হারিয়েছে সে। তার শারীরিক অবস্থা সুবিধাজনক না দেখে কর্তৃপক্ষের তরফে তাকে ছেড়ে আসতে কেউ রাজি হয়নি।

এদিকে পিয়ের তো পরিচিত কাউকে না পেয়ে চিৎকার শুরু করেছে। কর্মীদের এত আদরেও ভোলাতে পারা যায়নি। অবশেষে কর্তৃপক্ষ আঁটেন নয়া ফন্দি তাকে জব্দের জন্য। তারা আইপ্যাডে অন্য পেঙ্গুইনদের ছবি দেখায় পিয়ের'কে। ব্যাস, এবার ঘণ্টার পর ঘণ্টা আইপ্যাড নিয়েই বসে থাকে পিয়ের, মুখে না আছে কোনও শব্দ, না কোনও শারীরিক আচরণে 'অসভ্যতা'। এমনকি জনপ্রিয় অ্যানিমেটেড টিভি সিরিজ ‘পিঙ্গু’ পিয়েরে'র দেখা হয়ে গিয়েছে পুরোটাই। ভার্চুয়ালি পেঙ্গুইন বন্ধুদের পেয়ে এখন খুশি পিয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *