পুলিশের ড্রেস পরিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি! ভয় দেখাচ্ছে, অভিযোগ মমতার

পুলিশের ড্রেস পরিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি! ভয় দেখাচ্ছে, অভিযোগ মমতার

রায়দিঘি: বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এবং টাকা বিলি করার অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ এখনো অব্যাহত। প্রথম দফার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার বিস্ফোরক অভিযোগ পর্যন্ত তুলেছেন তিনি। একইসঙ্গে দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের গাড়ি থেকে টাকা বিলি করছে বিজেপি। এদিন রায়দিঘির সভা থেকে মমতার আরো বিস্ফোরক অভিযোগ, পুলিশের ড্রেস পরিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে বিজেপি, তারা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং জোর করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য! 

এদিন রায়দিঘির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির সাজানো পুলিশ। কিন্তু সবার উদ্দেশ্যে মমতার বার্তা, কেউ যেন ভয় না পান কারণ ভোটের পরেই এরা পগার পার হয়ে যাবে। বাংলায় এরা থাকবে না, বাংলায় বাংলার লোক থাকবে। এর পাশাপাশি মমতা আরো দাবি করেন, গত ১০ বছরের তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে সেটা এর আগে কোন সরকার করতে পারেনি। তাই আগামী দিনে মানুষ যদি চান কন্যাশ্রী প্রকল্প চালুক, স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ বন্ধ না হোক, তাহলে বিজেপিকে বাংলা থেকে খরচ করতে হবে বলে দাবি করেছেন তিনি। অতএব বাংলাকে সচল রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি দাবি করেছেন, বাংলায় হিন্দু এবং মুসলিম বিভেদ সৃষ্টি করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি কিন্তু সাধারণ মানুষকে এটা রুখে দিতে হবে। 

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করছে! ভুরিভুরি অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

মমতার স্পষ্ট বক্তব্য, সংখ্যালঘু এলাকায় যদি বিজেপি এসে অত্যাচার করতে যায় তাহলে সবাই যেন আযানের ধ্বনি দেন। সকলকে মনে রাখতে হবে যে বাংলায় হিন্দু-মুসলিম অশান্তি করা কখনই যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে কারণ এই বাংলায় যেমন সবাই মিলে দুর্গাপূজা পালন করে, ঠিক তেমনি কালীপুজো এবং ইফতার পালিত হয়। বিজেপিকে চরম আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ভারতীয় জনতা পার্টির মতো নচ্ছার এবং দানব পার্টি আর নেই। বিজেপিকে দেখলেই খরচ করে দিতে হবে বলে বার্তা তৃণমূল সুপ্রিমোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =