ভোটের মুখে ফের রাজ্য পুলিশে রদবদল! ৩ জেলার ৪ অফিসারকে অপসারণ

ভোটের মুখে ফের রাজ্য পুলিশে রদবদল! ৩ জেলার ৪ অফিসারকে অপসারণ

aec3499a4e015e79f2975e50a6cb6490

কলকাতা: ফের রদবদল জেলা পুলিশে। তৃতীয় দফা নির্বাচন শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে জেলা পুলিশের একগুচ্ছ পদে রদবদল করল নির্বাচন কমিশন। আলিপুরদুয়ার, ডায়মন্ড হারবার ও চন্দননগরের পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের এসপি অমিতাভ মাইতিকে। চন্দননগরের ডিসিপি তথাগত বসুকেও সরিয়ে দিয়েছে কমিশন। অপসারিত হয়েছেন ডায়মন্ড হারবারের ডিএসপি মিঠুন দে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে শ্যামল কুমার মন্ডলকে নিয়ে আসা হল ডায়মন্ড হারবারের ডেপুটি পুলিশ কমিশনার পদে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার পদে নিয়ে আসা হল অমিত কুমার সিংহকে। চন্দননগরের পুলিশ কমিশনারেট পদে অভিষেক মোদীকে নিয়ে আসা হয়েছে।

ফলতা থানার আইসি অভিজিৎ হইতকেও বদল করা হয়েছে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর অতনু ঘোষালকে। বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল, এই পুলিশ আধিকারিকরা শাসক দলের হয়ে কাজ করছিলেন। এদের সরিয়ে দেওয়ার দাবি করেছিল ভারতীয় জনতা পার্টি। সেই দাবির ভিত্তিতেই এই অপসারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোট হবে ডায়মন্ড হারবার ও আলিপুরদুয়ারে। চতুর্থ দফায় ভোট হবে চন্দননগরে। সব মিলিয়ে তৃতীয় দফা ভোটের ৪৮ ঘণ্টা আগে ৩ জেলার ৪ পুলিশ অফিসারকে বদলি করল কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *