চুঁচুড়া: বাংলার বিধানসভা নির্বাচনের দুই দফার ভোটপর্ব মিটে গিয়েছে ইতিমধ্যেই। আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। তার আগে স্বাভাবিক ছন্দে জেলায় জেলায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় জনসভা করে বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সম্পর্কে কথা বলতে গিয়ে তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা এবং নারদা ইস্যু তুলে লকেটকে কটাক্ষ করে মমতা বলেন, “ওতো সারদার গলার লকেট!” একইসঙ্গে প্রার্থী হিসেবে দাঁড়ানোয় তাঁকে একহাত নেন তিনি।
এদিন মমতা বলেন, বিজেপি সাংসদ হয়ে এবার বিধায়ক হবার নির্বাচনে দাঁড়িয়েছেন। এরপরে হয়তো তাঁকে কাউন্সিলর নির্বাচনে দাঁড়াতে হবে, পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে হবে, পরবর্তী ক্ষেত্রে খেলার মাঠের জন্য দাঁড়াতে হবে! নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে কটাক্ষ করার পরে সারদা এবং নারদা ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, চিটফান্ড ইস্যুতে বিজেপি কথা বলে কিন্তু এই লকেট চট্টোপাধ্যায় হচ্ছে সারদার গলার লকেট! বাবুল সুপ্রিয়র প্রসঙ্গ টেনে মমতা মন্তব্য করেন, তিনি বলেছিলেন সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ! তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্য, এদের বিরুদ্ধে কোন মামলা হয় না, কোন তদন্ত হয় না। এরাই সাংসদ, এরাই বিধায়ক হয়ে যায়।
আরও পড়ুন- টাকার জন্য ভোটে দাঁড়িয়েছে লকেট, চরম কটাক্ষ মমতার
তিনি আরো বলেন, বিধায়ক হয়ে গেল সাংসদ পদ ছাড়বে তো? আসলে লকেট এখান থেকে জিতবেন না৷ টাকার জন্য ভোট দাঁড়িয়েছেন৷ তাছাড়া ওঁদের পার্টির প্রার্থীও নেই৷ ওঁদের প্রার্থী তৃণমূল ও সিপিএম থেকে ধার করা৷ ওরা স্থানীয় মানুষকে সম্মান করে না৷ বিজেপি প্রার্থী হওয়া মানেই টাকা রোজগার৷ তোপ দেগে তিনি বলেন, বিজেপি একটা চোরের পার্টি৷ বিজেপি যদি এত ভালো দল হয়েই থাকে, তাহলে কি একজন লোকাল প্রার্থী খুঁজে পেল না? এখানে স্থানীয়দের দাঁড় করানো হয় না৷ লোকসভা ভোটেও কলকাতা থেকে এখানে এসে দাঁড়িয়েছিলেন৷ এবার বিধানসভাতেও তাই হল৷