বুথের জানলা খুলে EVM নজরদারি! বিস্ফোরক BJP প্রার্থী

বুথের জানলা খুলে EVM নজরদারি! বিস্ফোরক BJP প্রার্থী

হুগলি: রাজ্যে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে উত্তেজনার খবর। বিশেষ করে তৃণমূল-বিজেপি দ্বৈরথে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন কেন্দ্র। হুগলি জেলার জাঙ্গিপাড়া কেন্দ্রতেও ভোটে কারচুপির অভিযোগ উঠেছে। সেখানে একটি বুথে জানলা খুলে ভোটে ‘নজরদারি’র অভিযোগ করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জাঙ্গিপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিত সরকার অভিযোগ জানিয়েছেন, একটি বুথে যেখানে ইভিএম মেশিন রয়েছে তার ঠিক পিছনেই বড় একটি জানলা খোলা রয়েছে। সেই জানলা দিয়ে কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী ইভিএম-এর ওপর নজর রাখছে। ভোটাররা কাকে ভোট দিচ্ছেন তা ওই জানলা দিয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থী দেবজিত। এর ফলে বুথে লাইন দিয়ে ভোট দিতে আসা ভোটারদের সমস্যাও হচ্ছে। দেবজিত এসে ওই জানলা বন্ধ করান বলে জানা গিয়েছে। বুথের রিটার্নিং অফিসারকে কিছু বলেও লাভ হয়নি। কেন্দ্রীয় বাহিনীরাও সেই সময় নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eleven =