উলুবেড়িয়া: আবারও সরাসরি প্রার্থীকে আক্রমণ। এবারে আক্রান্ত উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে সামনেই তার নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে আক্রান্ত হলেন বিজেপির তারকা প্রার্থী। বাঁশ নিয়ে পাপিয়াকে তাড়া করার অভিযোগ করা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জোড়াফুল শিবির।
মঙ্গলবার সকাল থেকে রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রে চলছে নির্বাচন। সারাদিন ধরেই উত্তেজনার খবর আসছে তিন জেলার বিভিন্ন কেন্দ্র থেকে। এবারে সরাসরি আক্রান্ত হলেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারী। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই তাকে মারা হয় ‘চড়’। দেওয়া হয় ঘাড় ধাক্কা। মঙ্গলবার সকালের দিকে উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে আহত এক বিজেপি কর্মীকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে। সেখানে বিজেপি কর্মীকে দেখতে এসেই আক্রমণের শিকার হন পাপিয়া।
তৃণমূলের উপর অভিযোগ করে পাপিয়া জানিয়েছেন, “আমি আমার আহত কর্মীদের দেখতে এসেছিলাম হাসপাতালে। সেখানে হঠাৎ করে ১০০-১৫০ জন তৃণমূলের দুষ্কৃতী চড়াও হয় আমার উপর। আমাকে চড় মেরেছে, ধাক্কা দিয়েছে। আমি একজন মহিলা, উলুবেড়িয়ার মানুষের কোনও ক্ষতি চাই না। ১০ বছর ধরে এখানকার মানুষ যে অন্ধকারে দিন কাটাচ্ছে, আমি তার পরিবর্তন আনতে চেয়েছি। সেই সময় আমাকে বাঁশ নিয়ে আক্রমণ করে। এরা কারা? একজন মহিলাকে এই ভাবে আক্রমণ করে কি করে?” স্থানীয় পুলিশ ও পাপিয়ার নিজস্ব নিরাপত্তারক্ষীরা কোনোরকমে তাকে ঘটনাস্থলের বাইরে নিয়ে যান।