‘আমার বুকের পাটায় সেই জোর আছে, একা করতে দিইনি!’ NRC-NPR প্রসঙ্গে মমতা

‘আমার বুকের পাটায় সেই জোর আছে, একা করতে দিইনি!’ NRC-NPR প্রসঙ্গে মমতা

যাদবপুর: নির্বাচনী জনসভায় এদিন উত্তরবঙ্গে জনসভা করার পর শহরে ফিরে ফের যাদবপুরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করে এনআরসি এবং এনপিআর প্রসঙ্গে তাদের একহাত নিয়েছেন তিনি। জনসভায় আগত সকলকে উদ্দেশ্য করে মমতা দাবি করেছেন, তাঁর বুকের পাটা আছে তাই তিনি এই রাজ্যে এনআরসি এনবিআর করতে দেননি। মমতার কথায়, “আমার বুকের পাটায় সেই জোর আছে”। 

এদিন মমতা বলেন, ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসলে এনআরসি বা এনপিআর করে দেবে। তারপর সকলকে চলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে যেমনটা হয়েছে অসমে। তাই সবাই আগত সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, যদি আপনারা কেউ ডিটেনশন ক্যাম্পে না যেতে চান তাহলে বিজেপিকে ভোট দেবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সুস্থ এবং স্বাভাবিক জীবন কাটাতে চাইলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এই প্রসঙ্গেই মমতা স্পষ্ট দাবি করেন, সব রাজ্যে এনপিআর হয়েছে কিন্তু তিনি এই রাজ্যে করতে দেয়নি। এই প্রেক্ষিতে মমতা মনে করেন যে তিনি কী ভাবে এনআরসি এবং এনপিআরের বিরোধিতায় মিছিল করেছেন। একইসঙ্গে গ্যাস এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে বিজেপিকে চরম আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়। 

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে, চাল দিচ্ছে, এদিকে কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম করে দিয়েছে প্রায় হাজার টাকা। প্রত্যেক পরিবারের অন্ততপক্ষে দুটি করে গ্যাস লাগে প্রতি মাসে। তাই সেই গ্যাস বাবদ কত টাকা খরচ হয় তার হিসাব সাধারণ মানুষকে বুঝে নিতে বলেন মমতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =