শেষ মুহূর্তে বেহালায় বাতিল মিঠুনের রোড শো, ক্ষোভে ফেটে পড়লেন শ্রাবন্তী

শেষ মুহূর্তে বেহালায় বাতিল মিঠুনের রোড শো, ক্ষোভে ফেটে পড়লেন শ্রাবন্তী

কলকাতা: শেষ মুহূর্তে বেহালায় বাতিল করা হল মিঠুন চক্রবর্তীর রোড শো৷  বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি’র তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনেই রোড শো করার কথা ছিল মহাগুরুর৷ এদিন বেহালার হরিতলা মাঠ থেকে আদর্শ পল্লি পর্যন্ত রোড শো করার কর্মসূচি ছিল তাঁদের৷ বলা হয়েছিল, সকাল ১১টা ১৫ থেকে শুরু হবে এই কর্মসূচি৷ সেই মতো কর্মী সমর্থকরাও জমায়েত করতে শুরু করেছিল৷ কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের তরফে জানানো হয়, রোড শো করা যাবে না৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড বাঁধল বেহালায়৷  

আরও পড়ুন- আছে ৩টি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি! জেনে নিন বাবুল সুপ্রিয়র সম্পত্তির খতিয়ান

এই ঘটনার প্রতিবাদে বেহালা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ উপস্থিত হন খোদ শ্রাবন্তী৷ পুলিশ অফিসারদের সঙ্গে তিনি নিজে কথা বলতে যান৷ অন্যদিকে থানার বাইরে বাইরে চলতে থাকে বিজেপি কর্মীদের বিক্ষোভ৷ যার জেরে বেহালার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বনমালি নস্কর রোড অবরুদ্ধ  হয়ে পড়ে৷ থানা থেকে বেরিয়ে শ্রাবন্তী বলেন, অনুমতি পাওয়া না গেলেও প্রচারের শেষ  তিনি রোড শো করবেনই৷ এর পরেই বেহালা এয়ারপোর্ট চত্বরে উপস্থিত হন বিজেপি কর্মীরা৷ এরপর বিনা অনুমতিতেই শরু হয় রোড শো৷ 

বেহালা পশ্চিম মণ্ডলের সভাপতি জানান, গতকাল দুপুরে সুবিধা অ্যাপে রোড শো’র অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিলেন৷ সেই আবেদন খারিজ হয়ে যায়৷ এদিকে শ্রাবন্তী বলেন,  ‘‘আজ মিঠুনদা আসার কথা ছিল, কী কারণে আমাদের আটকানো হল সেটাই আমার প্রশ্ন৷ এই ভাবে আমাদের আটকানো যাবে না৷ আমি এই পাড়ার মেয়ে৷ আজ আমার পাড়া থেকেই ব়্যালি শুরু হওয়ার কথা ছিল৷ সখানে আমাকে আটকানো হল৷ কী  কারণে পুলিশ আটকাল, সেটাই সবার আগে জানতে হবে৷’’

আরও পড়ুন- রাজনৈতিক হিংসার জেরে নলকূপের জলে মেশানো হল বিষ, উত্তেজনা মথুরাপুরে

 
তিনি আরও বলেন, ‘‘কারা এসব করছে সেটা বালাই বাহুল্য৷ এত ভয় কীসের? ভয় পেয়েই এই সব করছে৷ এখানে শুভেন্দু দা, রাজীব দা’রও আসার কথা ছিল৷ কোনও কিছুটে অনুমতি দেওয়া হচ্ছে না৷  মিঠুন দা আসার জন্য তৈরি হয়ে বসেছিলেন৷ কিন্তু আসতে পারলেন না৷ আমি বেহালা পর্ণশ্রীর মেয়ে৷ এখানকার মানুষও বুঝতে পারছে কী ভাবে আমাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে৷ তবে এখানকার মানুষের ভালোবাসা আমার সঙ্গে রয়েছে৷ এখানে ৫০ হাজার ভোটে লিড নিয়ে জিতব৷’’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =