সংক্রমণ রুখতে সরকারি অফিসে ফের ৫০ % হাজিরা, নির্দেশিকা জারি নবান্নে

সংক্রমণ রুখতে সরকারি অফিসে ফের ৫০ % হাজিরা, নির্দেশিকা জারি নবান্নে

8f36d627aafb61122479e8b8018d8380

কলকাতা: ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ ভারতে দৈনিক করোনা সংক্রমণে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের৷ সচেতনতা বাড়াতে নাইট কারফিউর নাম বদলে করোনা কারফিউ রাখার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই সুপারিশ করেছেন নরেন্দ্র মোদী৷ কিন্তু লকডাউন করতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে সরকারি দফতরে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ করার কথা ঘোষণা করেছে নবান্ন৷ 

আরও পড়ুন- কেন রক্তাক্ত নির্বাচন দেখে বাংলা? সারা দেশ থেকে কেন আলাদা?

বঙ্গ ভোটের ময়দানে শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের জনসভায় উপচে পড়ছে মানুষের ভিড়৷ সামাজিক দূরত্ব বিধি মেনে চলা বা মাস্ক পরা, কোনও কিছুরই বালাই নেই৷ এই প্রেক্ষাপটেই দেশজুড়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা৷ প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে ভারতে৷ বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও৷ বৃহস্পতিবার সকালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন প্রধানমন্ত্রী৷ এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় একটা প্রশ্ন ফের উঠতে শুরু করেছে৷ তবে কি ফের দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হবে? ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় নাইট কারফিউ জারি করা হয়েছে৷ গতকাল করোনা নিয়ে বেশ কয়েকটি রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নমো৷ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে উপস্থিত ছিলেন মুখ্য সচিব৷ 

এদিকে মমতা বলেন, আবার লকডাউন করার চেষ্টা করছে যাতে মানুষ বেরতে না পারে৷ সেটা হতে দেব না৷ তবে করোনা মোকাবিলায় পুরনো নির্দেশিকা নতুন করে জারি করেছে নবান্ন৷ সরকারি দফতরগুলিতে হাজিরা ৫০ শতাংশের মধ্যে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে৷ গত বছর ১৬ জুলাই প্রথমবার সরকারি দফতরে অর্ধেক হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছিল৷ সেই সময় স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৯০ জন৷ আর ৮ এপ্রিল ২০২১-এ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮৩ জন৷ 

আরও পড়ুন- ‘মমতা বেগম’ বিতর্কে শুভেন্দুকে নোটিস পাঠাল কমিশন

যে-সব জেলায় ভোট হয়ে গিয়েছে, সেখানে করোনা সংক্রমণ রুখতে প্রশাসনকে আরও কড়া হতে বলা হয়েছে৷ কলকাতা হাইকোর্টও জানিয়েছে, মৃদু উপসর্গ দেখা দিলেও সরাসরি সওয়াল-জবাবে হাজির থাকতে পারবেন না আইনজীবীরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *