নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী৷ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন উত্তরপ্রদেশের তিন আইনজীবী৷ কিন্তু শুক্রবার মামলার শুনানির সময় তাঁদের  আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেতলা, রাতভর চলল ইট-বৃষ্টি, আহত রুদ্রনীল

নন্দীগ্রামে আহত হওয়ার পর এই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছিলেন তৃণণূল সুপ্রিমো৷ ইচ্ছাকৃতভাবে তাঁর উপর আঘাত হানা হয়েছে বলেও দাবি করেন তিনি৷ অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছেও৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন তৃণমূল নেতৃত্ব৷ গত এক মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা৷ একদিকে তৃণমূলের দাবি, এই ঘটনা ষড়যন্ত্র৷ অন্যদিকে, বিরোধী শিবিরের বক্তব্য এটা নিছকই দুর্ঘটনা৷ এমনকী এই ঘটনার পর শিশির অধিকারী বলেছেলেন, ওঁর কাছে একটা পিঁপড়েও যায়নি৷ আবার গোটা বিষয়টি ‘নাটক’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী৷ এই পরিস্থিতির মধ্যে সত্য যাচাইয়ে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়৷     

প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর তাঁকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানেই তাঁর পায়ে প্লাস্টার করেন চিকিৎসকরা৷ জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, তিনি তা শোনেননি৷ নেমে পড়ে ব্যাটেল গ্রাউন্ডে৷ মমতার দাবি ছিল, ইচ্ছাকৃতভাবে চার-পাঁচজন মিলে তাঁকে ধাক্কা দিয়েছে৷ তবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আগেই খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ যদিও আবেদনকারীগের দাবি, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হলে মানুষ আত্মবিশ্বাস ফিরে পাবে৷ গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তাঁদের অপরিসীম গুরুত্ব রয়েছে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =