ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে CEO দফতরের বাইরে বিক্ষোভ ISF-এর

ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে CEO দফতরের বাইরে বিক্ষোভ ISF-এর

e82aa1a3609535bc2da9cd2dbd3196ad

কলকাতা:  প্রথম তিন দফার ভোটেই রাজ্যজুড়ে উঠে এসেছে হিংসার ছবি৷ বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ, হুমকি, রাজনৈতিক কর্মী মৃ্ত্যু বা এজেন্ট নিয়ে অশান্তির কথা শোনা গিয়েছে৷ ভোটে হিংসার অভিযোগ তুলেই আজ শুক্রবার সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)৷ জানা গিয়েছে, আইএসএফ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদেই বিক্ষোভ দেখান তাঁরা৷ 

আরও পড়ুন- বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? কটাক্ষ তৃণমূলের!

অবাধ ও সুষ্ঠ ভোটের দাবি নিয়েই আজ নির্বাচন কমিশনে যায় আইএসএফ৷ এদিন উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম, ক্যানিং পূর্ব কেন্দ্রের নেতা-কর্মী ও প্রার্থীরা৷ প্রসঙ্গত, এই দুই কেন্দ্রে ভোট কিন্তু হয়ে গিয়েছে৷ তা সত্ত্বেও আজ আইএসএফ-এর বিক্ষোভে সামিল হন এই দুই কেন্দ্রের প্রার্থী৷ তাঁদের অভিযোগ, নির্বাচনে প্রভূত হিংসা চলছে৷ আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷আর সেই অভিযোগেই তারা সিইও দফতরের সামনে উপস্থিত হন৷  

প্রসঙ্গত, আগামীকাল চতুর্থ দফায় ভোট রয়েছে ভাঙড়ে৷ এখানে বারবার আইএসএফ-এর উপর হামলার অভিযোগ উঠেছে৷ সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে আইএসএফের সঙ্গে লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল। ভাঙড়ের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে৷ 

আরও পড়ুন- কলাকুশলীদের ‘হুমকি’র জের, অরূপের ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবুলের

গতকাল  ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লার দলবল আইএসএফ কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও হামলা চালায় বলেও অভিযোগ।  তাঁধের অভিযোগ, শওকত মোল্লা অশান্ংতির পরিবেশ সৃষ্টি করছে৷ আইএসএফ প্রার্থী ও কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷ তাই তাদের দাবি, আগামীকাল ভাঙড়ের প্রত্যেকটা বুথে ১৪৪ ধারা জারি করতে হবে৷ এই মর্মে সিইও দফতরে ডেপুটেশনও য জমা দিয়েছে আব্বাসের দল৷ তাঁদের দাবি, আগামীকাল যাতে কোনও অশান্তি তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে হবে৷ এছাড়াও তাঁদের কথায়, তৃণমূলের গুণ্ডা বাহিনী যে ভাবে হামলা চালাচ্ছে সেই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখতে হবে৷ পুলিশ প্রশাসন তাদের কথা শুনছে না বলেও দাবি আইএসএফ নেতাদের৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *