কলকাতা: ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের সমর্থনে এদিন শহরে প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে প্রচার করলেন তিনি। একইসঙ্গে দাবি করলেন, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এই কেন্দ্রে বড় ব্যবধানে জিতবেন। রুদ্রনীলের হয়ে প্রচারের জন্য ভবানীপুরের অলিগলিতে ঘুরতে দেখা যায় অমিত শাহকে।
এ দিন শহরে প্রচারে এসে ভবানীপুরের এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যাহ্নভোজের মেনুতে ছিল, লুচি এবং ভাত থেকে শুরু করে পটলের সবজি, ধোকা এবং ছানার ডালনা, আমের চাটনি, সন্দেশ এবং রসগোল্লা। এরপর ভবানীপুর এলাকায় একাধিক রাস্তায় প্রচুর করতে করতে লিফলেট বিলি করতে দেখা যায় তাঁকে। সেই সময় তিনি দাবি করেন যে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনিল ঘোষ বড় ব্যবধানে জিতে চলেছেন বিধানসভা নির্বাচনে। প্রসঙ্গত, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রুদ্রনীলের জেতা যে খুব একটা সহজ হবে না তা সকলেই জানেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই সব বিষয়ে পাত্তা দিতে চান না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে এই মন্তব্য করেছেন।
Union Home Minister and BJP leader Amit Shah holds a door-to-door campaign in Bhawanipur of Kolkata, ahead of the fourth phase of #WestBengalPolls pic.twitter.com/vctmISitlp
— ANI (@ANI) April 9, 2021
এদিন শহরে প্রচারে এসে সাংবাদিক বৈঠক করে আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, প্রথম তিন দফায় অপ্রত্যাশিত সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। তাই এই তিন দফাতে বিজেপি কমপক্ষে ৬৩-৬৮ টি আসন পাবে বলে অনুমান তাঁর। একই সঙ্গে বাংলায় যে বিজেপি সরকার গড়তে চলেছে তা একপ্রকার নিশ্চিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই দাবি করে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপির যা ভাবনা রয়েছে তার ব্যাখ্যা দেন তিনি। কলকাতা শহরকে ‘সিটি অফ ফিউচার’ করার কথা ঘোষণা করেন অমিত শাহ। যদিও এর পাল্টা কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছেন, ভারতীয় জনতা পার্টি হারবে বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু তারা কোনদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।