কলকাতা: একুশের লড়াই ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি৷ একদিকে যেমন বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ তেমনই চলছে হুমকি, পালটা হুমকি৷ এবার আইএসএফ সমর্থকদের হুমকি দিয়ে বিতর্কে আমডাঙার তৃণমূল নেতা৷
আরও পড়ুন- রুদ্র বড় মার্জিনে জিতবে! বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে দাবি শাহের
তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে খাদ্যসাথী-স্বাস্থ্যসাথী কার্ড৷ মিলবে না রেশন৷ আইএসএফ সমর্থকদের উদ্দেশে এই ভাষাতেই হুমকি দিতে শোনা গেল আমডাঙার তৃণমূল নেতাকে৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে, পরবে, আর গান গাইবে না, সেটি চলবে না৷ আমডাঙার সভা থেকে প্রকাশ্যে এমনই হুমকি দিলেন নুরুল মইন৷ তাঁর এই হুমকির ভিডিয়ো এখন ভাইরাল৷ যদিও ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি৷
এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে৷ কিন্তু নিজের বক্তব্য থেকে এক চুলও নড়তে নারাজ নুরুল মইন৷ তিনি বলেন, ‘‘আমি আমার বক্তব্যে অনঢ়৷ মমতা বন্দ্যপাধ্যায়ের তৃণমূল সরকার উন্নয়ন করেছে৷ তাই একথা বলার অধিকার আমার আছে৷ আর আপনারাও সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন৷ আর যে দল আসতে চাইছে তারা একটাও আসন পাবে না৷ তারা মানুষকে বিভ্রান্ত করছে৷’’
আরও পড়ুন- ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে CEO দফতরের বাইরে বিক্ষোভ ISF-এর
জনসভায় দাঁড়িয়ে সুর চড়িয়ে তিনি বলেন, আগামী বিধাসভায় আমরা ক্ষমতায় এলে আইএসএফ সমর্থকদের মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন থেকে বঞ্চিত করতে হবে৷ স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করে দেওয়া হবে৷ রেশন থেকেও বঞ্চিত করা হবে৷ আমডাঙার রাইপুর মোড়ে তৃণমূল প্রার্থী রফিকুর রহমানের নির্বাচনী প্রচারে এসে এই বিতর্কিত মন্তব্য করেন মইন৷ উল্লেখ্য, আমডাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন নুরুল মইন৷