শনিবার ৪৪ আসনে নির্বাচন, ভাগ্য নির্ধারণ একাধিক তারকাদের

শনিবার ৪৪ আসনে নির্বাচন, ভাগ্য নির্ধারণ একাধিক তারকাদের

কলকাতা: তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল অর্থাৎ শনিবার চতুর্থ দফার নির্বাচন। ৪৪ আসনে ভোট গ্রহণ হবে বাংলায়। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১১ আসন, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহার এবং আলিপুরদুয়ারের যথাক্রমে রয়েছে ৯ ও ৫ আসনে ভোট। এই সব কটি আসনে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তারকা বলতে শুধুমাত্র রুপোলি পর্দার তারকা নন, রাজনৈতিক তারকাও। এদের মধ্যে অনেকের মুখোমুখি লড়াই।

আগামীকালের নির্বাচনে বেশ কয়েকজন তারকা প্রার্থী মুখোমুখি লড়াই করছেন। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য টালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস এবং বিজেপি প্রার্থীর বাবুল সুপ্রিয়র লড়াই। এর পাশাপাশি রয়েছে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় এবং বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লড়াই। ঠিক তার পাশের কেন্দ্র অর্থাৎ বেহালা পূর্বে রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের লড়াই। অন্যদিকে চন্ডীতলা মুখোমুখি লড়াই হবে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম এবং বিজেপি তারকা প্রার্থীর যশ দাশগুপ্তের। আবার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের সম্মুখ সমরে রুপোলি পর্দার ২ পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের লাভলী মৈত্র এবং বিজেপির অঞ্জনা বসু। এছাড়াও আগামীকালের নির্বাচনে যাদের দিকে বেশি নজর থাকবে তারা হলেন, বাড়ির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিক। সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না, এদিকে চাঁপদানি কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান। অন্যদিকে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, শিবপুরে রয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এদিকে চন্দননগরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেন যিনি বর্তমানে মন্ত্রী। 

চতুর্থ দফায় ভোট হবে ১ নম্বর বিধানসভা কেন্দ্র মেকলিগঞ্জ, ২ নম্বর বিধানসভা কেন্দ্র মাথাভাঙ্গা, ৩ নম্বর বিধানসভা কেন্দ্র কুচবিহার উত্তর, ৪ নম্বর বিধানসভা কেন্দ্র কুচবিহার দক্ষিণ, ৫ নম্বর বিধানসভা কেন্দ্র শীতলকুচি, ৬ নম্বর বিধানসভা কেন্দ্র সিতাই, ৭ নম্বর বিধানসভা কেন্দ্র দিনহাটা, ৮ নম্বর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি, ৯ নম্বর বিধানসভা কেন্দ্র তুফানগঞ্জ, ১০ নম্বর বিধানসভা কেন্দ্র কুমারগ্রাম, ১১ নম্বর বিধানসভা কেন্দ্র কালচিনি, ১২ নম্বর বিধানসভা কেন্দ্র আলিপুরদুয়ার, ১৩ নম্বর বিধানসভা কেন্দ্র ফালাকাটা, ১৪ নম্বর বিধানসভা কেন্দ্র মাদ্রিহাট, ১৪৭ নম্বর বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণ, ১৪৮ নম্বর বিধানসভা কেন্দ্র ভাঙড়,  ১৪৯ নম্বর বিধানসভা কেন্দ্র কসবা, ১৫০ নম্বর বিধানসভা কেন্দ্র যাদবপুর, ১৫১ নম্বর বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর,  ১৫২ নম্বর বিধানসভা কেন্দ্র টালিগঞ্জ, ১৫৩ নম্বর বিধানসভা কেন্দ্র বেহালা পূর্ব, ১৫৪ নম্বর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম, ১৫৫ নম্বর বিধানসভা কেন্দ্র মহেশতলা৷ 

এছাড়াও,  ১৫৬ নম্বর বিধানসভা কেন্দ্র বজবজ, ১৫৭ নম্বর বিধানসভা কেন্দ্র মেটিয়াবুরুজ, ১৬৯ নম্বর বিধানসভা কেন্দ্র বালি, ১৭০ নম্বর বিধানসভা কেন্দ্র হাওড়া উত্তর, ১৭১ নম্বর বিধানসভা কেন্দ্র হাওড়া মধ্য, ১৭২ নম্বর বিধানসভা কেন্দ্র শিবপুর, ১৭৩ নম্বর বিধানসভা কেন্দ্র হাওড়া দক্ষিণ,  ১৭৪ নম্বর বিধানসভা কেন্দ্র শাঁকরাইল, ১৭৫ নম্বর বিধানসভা কেন্দ্র পাঁচলা, ১৭৬ নম্বর বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া পূর্ব, ১৮৪ নম্বর বিধানসভা কেন্দ্র ডোমজুড়, ১৮৫ নম্বর বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া, ১৮৬ নম্বর বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর, ১৮৭ নম্বর বিধানসভা কেন্দ্র চম্পদানি, ১৮৮ নম্বর বিধানসভা কেন্দ্র সিঙ্গুর, ১৮৯ নম্বর বিধানসভা কেন্দ্র চন্দননগর, ১৯০ নম্বর বিধানসভা কেন্দ্র চুঁচুড়া, ১৯১ নম্বর বিধানসভা কেন্দ্র বালাগড়, ১৯২ নম্বর বিধানসভা কেন্দ্র পাণ্ডুয়া, ১৯৩ নম্বর বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম, ১৯৪ নম্বর বিধানসভা কেন্দ্র চন্ডীতলায় ভোট হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 17 =