অভিযোগ একে অপরের বিরুদ্ধে! তৃণমূল-বিজেপি উত্তেজনায় উত্তপ্ত শীতলকুচি

অভিযোগ একে অপরের বিরুদ্ধে! তৃণমূল-বিজেপি উত্তেজনায় উত্তপ্ত শীতলকুচি

শীতলকুচি: কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়েছিল এখানে। তাই ভোটের দিন যে এখানে অশান্তির আমেজ তৈরি হবে তা আগে থেকেই আশঙ্কা করা গিয়েছিল। আখেরে হলেও তাই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘাতে উত্তপ্ত হল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের কিছু এলাকা। যদিও এখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে দুই দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির অভিযোগ, এলাকার একাধিক বুথ এজেন্ট বসতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। তারা আরও অভিযোগ করছে, এজেন্ট নিতে গেলে তাকে মারধর করা হয় শাসক শিবিরের পক্ষ থেকে। এছাড়াও বিজেপির একাধিক কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল শিবিরের বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগ একেবারে অস্বীকার করে তৃণমূল পাল্টা অভিযোগ করেছে, তাদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। একাধিক ধারালো অস্ত্র দিয়ে তাদের এক কর্মীকে হামলা করা হয়েছে। যদিও বিজেপির এই ক্ষেত্রে পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। সবমিলিয়ে সকাল থেকেই উত্তেজক পরিস্থিতি শীতলকুচি জুড়ে। 

এদিন আবার সকাল থেকেই উত্তপ্ত হয় বালিগঞ্জের কসবা। সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে বুথের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। প্রার্থীর অভিযোগ, তিনি সকাল থেকে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের নির্ভয় ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে ঘিরে বারবার বিক্ষোভ দেখান এবং হেনস্থা করেন। এদিকে কসবার বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে ইট মারা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যাদবপুরে আক্রান্ত হয়েছেন বিজেপি এবং সিপিএমের এজেন্ট। দুই ক্ষেত্রেই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + five =