তৃণমূলের দিকে আঙুল তুলে ভোটের সকালে শুরু বৈশালীর

তৃণমূলের দিকে আঙুল তুলে ভোটের সকালে শুরু বৈশালীর

হাওড়া: তৃণমূলে ছিলেন বিদ্রোহী৷ চার্টার্ড বিমান দিল্লি গিয়ে হয়েছেন গেরুয়া৷ নীলবাড়ি দখলে বিজেপির টিকিট পেয়ে লড়াইয়ের ময়দানে মেনেছেন বালির বৈশালী ডালমিয়া৷ দীর্ঘ প্রচারের পর এবার ভোটের সকালে গুরুতর অভিযোগ তুললেন বালির বিজেপি প্রার্থী বৈশালী৷

আজ সকালে ভোট দিতে গিয়ে বৈশালী ডালমিয়া জানান, বালির একাধিক বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ প্রার্থীর অভিযোগ, ‘‘তৃণমূল ভয় পেয়েছে৷ তাই এসব করছে৷’’ অন্যদিকে, প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন টলিপাড়ার সেলেব কাঞ্চন মল্লিক৷ ভোটের দিন কোন্নগরে শকুন্তলা কালীবাড়ি পুজো দিয়ে দিন শুরু করলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =