‘গলায় দড়ি দিয়ে মরা উচিত!’ অমিত শাহের পদত্যাগ চাইলেন মমতা

‘গলায় দড়ি দিয়ে মরা উচিত!’ অমিত শাহের পদত্যাগ চাইলেন মমতা

বনগাঁ: কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে নিন্দায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন জনসভা করে সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে চরমভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার দাবি করে বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। সকালে একজন এবং পরে চারজন ভোটারকে গুলি করে মেরেছে তারা। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে শ্লেষ উগরে দিয়ে মন্তব্য করেছেন, “গলায় দড়ি দিয়ে মরা উচিত!” 

এদিন বনগাঁ দক্ষিণের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা শীতলকুচির ঘটনা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে এবং ভোটারদের মেরেছে।  এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা বাংলা জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন যে জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কালো ব্যাজ পড়ে মিছিল বের হবে এবং তিনি আগামীকাল নিজে ঘটনাস্থলে যাবেন। একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। এই প্রেক্ষিতে মমতা দাবি করেন যে পঞ্চায়েত নির্বাচনের সময়ও এত লোক মারা যায়নি যা এবার নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ভোট চলাকালীন মারা গেল। চার দফার নির্বাচনে মিলিয়ে কমপক্ষে কুড়ি জন মারা গেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে তিনি আজকের দাবি করে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা ভোটারদের এবং সাধারণ পুরুষ ভোটারদের ভয় দেখাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করছে তারা। যদিও বিষয়টি আরো একবার স্পষ্ট করে দিয়ে মমতার বক্তব্য, তিনি মোটেই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছেন না কিন্তু তিনি দাবি করছেন যে বিজেপির নির্দেশে তারা এই ধরনের কাজ করছে। ভোটার লাইনে কিভাবে গুলি চালানো হল, এত সাহস তাদের কে দিল সে নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 9 =