গোটা বিষয়টা দেখে-শুনে রিপোর্ট পাঠাব, শীতলকুচি পৌঁছে জানালেন পুলিশ অবজার্ভার

গোটা বিষয়টা দেখে-শুনে রিপোর্ট পাঠাব, শীতলকুচি পৌঁছে জানালেন পুলিশ অবজার্ভার

কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত চতুর্থ দফা৷ বিভিন্ন জায়গায় এখনও লেগে রয়েছে রক্তের দাগ৷ ভোটের এই ছবি রীতিমতো ভয়ের, উদ্বেগের৷ অভিযোগ, এদিন বিনা প্ররোচনাতেই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী৷ অন্যদিকে ডিআইজি (জলপাইগুড়ি রেঞ্জ) বলেন, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ 

আরও পড়ুন- রাইফেল ছিনতাই, ভোট সামগ্রী লুটের উপক্রম হওয়ায় গুলি! বলছেন কোচবিহারের এসপি

এদিকে ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ পর্যবেক্ষক বলেন, কমিশনের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে৷ কমিশন এই বুথে ভোট বাতিল করার কথা জানিয়েছে৷ কবে ভোট হবে, পরে তা জানানো হবে৷ আমরা এখানে এসেছি গোটা বিষয়টি নিজেদের চোখে দেখতে এবং শুনতে৷ এর ভিত্তিতেই রিপোর্ট পাঠানো হবে৷ কী গলতি হয়েছিল সেগুলি খতিয়ে দেখে পরের বারের জন্য প্রস্তুত হব আমরা৷ তাঁর কথায়, সবটা নির্ভুল হতে পারে না৷ তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি৷ তদন্ত করে দেখা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ 

প্রসঙ্গত শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে৷ অভিযোগ ভোটারদের লক্ষ্য করে গুলি চালায় সিআরপিএফ-এর জওয়ানরা৷ তাঁরা তৃণমূলের সমর্থক বলে দাবি করা হয়েছে৷ গুলি চালানোর ঘটনায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে৷ তৃণমূল সমর্থকদের দাবি, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যে গুলি চালাতে হবে৷ কিন্তু তা সত্ত্বেও গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী৷ নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সদস্য বলেন, ‘‘আমাদের চোখের সামনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ছে৷ এই ঘটনাটি ঘটেছে ১২৬ নম্বর বুথে৷’’ তাঁর অভিযোগ, গতকাল রাত থেকেই নেশা করে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ দাবি, সিআরপিএফ-কে মদ, মাংস খাইয়ে বিজেপি’র দালালি করানো হচ্ছে৷ আর নির্বাচন কমিশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে৷  যদিও এই ঘটনায়  cisf -ই গুলি চালিয়েছে বলে জানিয়ে দিল কমিশন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eleven =