রক্তাক্ত কোচবিহার, মমতাকে দায়ী করে কমিশনে অভিযোগ বিজেপির!

রক্তাক্ত কোচবিহার, মমতাকে দায়ী করে কমিশনে অভিযোগ বিজেপির!

 

কলকাতা: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় ৪ জনের মৃত্যু নিয়ে এবার পাল্টা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি। বিজেপির প্রতিনিধিদলের নিশানায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক মন্তব্য। শনিবার শেষ বেলায় রক্তাক্ত কোচবিহারের ঘটনায় তৃণমূল সুপ্রিমোকে দায়ী করে মুখের নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানাল গেরুয়াশিবির।

শনিবার চতুর্থ দফার ভোট গ্রহণ হল রাজ্য জুড়ে। ৫ জেলার ৪৪টি কেন্দ্রে এদিন সকাল থেকে ভোট গ্রহণের পাশাপাশি হিংসারও খবর পাওয়া গিয়েছে। তবে তার মধ্যে সন্ত্রাসের সীমা ছাড়িয়েছে কোচবিহার। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রথমবার ভোট দিতে আসা এক ২২ বছরের যুবকের পাশাপাশি ৪ জন গ্রামবাসী মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে শ্মশানে পরিণত হয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভা কেন্দ্র। ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে তদন্ত।

ঘটনা নিয়ে তীব্র স্বরে নির্বাচন কমিশন-সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ’র পদত্যাগ দাবি করে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি। এবার পাল্টা এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানাল বিজেপি। গেরুয়া শিবিরের একটি প্রতিনিধিদল শনিবার বিকেলে কমিশনের দ্বারস্থ হন। বিজেপির পক্ষ থেকে সংসদ তপন দাশগুপ্ত জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক মন্তব্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও হিংসামুক্ত নির্বাচনকে ব্যাহত করছে। আর সেই কারণেই এই ঘটনা। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।” বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোরিয়া, ধর্মেন্দ্র প্রধান-সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =