কয়লা-কাণ্ডে আরও এক IPS-কে CBI তলব, হাজিরার নির্দেশ

কয়লা-কাণ্ডে আরও এক IPS-কে CBI তলব, হাজিরার নির্দেশ

a649dc82855e5d2c5f2c07354109e42c

কলকাতা: কয়লাকাণ্ডের জট খুলতে এবার আরও এক IPS অফিসারকে তলব করল সিবিআই৷ বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর৷ এর আগে এই কাণ্ডে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এবার সরাসরি এসপিকে তলব করা হল সিবিআইয়ের তরফে৷ সূত্রের খবর, গত ২ বছর ধরে বাঁকুড়ার পুলিশ সুপার থাকাকালীন কোটেশ্বর রাওয়ের কাছে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল৷ কিন্তু তিনি সেসব গ্রাহ্য করেননি বলে অভিযোগ৷ এই তথ্য পেয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে৷

সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডের সঙ্গে ওই আধিকারিকের ‘যোগ’ রয়েছে কি না, জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা৷ একাধিক অভিযুক্তের বাড়িতে তল্লাশির পর সিবিআইয়ের হাতে আসা নথি খতিয়ে দেখে তদন্তকারী সংস্থা তাঁর নাম পেয়েছেন৷ সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে উদ্যোগ নিয়েছে সিবিআই৷ যদিও সিবিআইয়ের নোটিসের বিষয়ে কোটেশ্বরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, কয়লাকাণ্ডে শিকড় ছড়িয়ে অনেক গভীরে৷ তদন্তের জট খুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *