কলকাতা: উস্কানি এবং প্ররোচনামূলক মন্তব্য করার জন্য নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে একদিনের নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল এই সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদে আজ ধর্নায় বসেছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে শিবসেনা এবং সমাজবাদী পার্টি। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত টুইট করে লিখেছেন, বাংলার বাঘিনীর পাশে রয়েছেন তারা। অন্যদিকে অখিলেশ জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় প্রতীকীভাবে সামিল রয়েছে সমাজবাদী পার্টি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে সমর্থন করে সঞ্জায় রাউৎ টুইচ করে লিখেছেন, “নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। পরিষ্কারভাবে এটা বিজেপিকে সাহায্য করার জন্য করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত সরাসরি দেশের গণতন্ত্র এবং স্বাধীন স্বতন্ত্র সংগঠন গুলির উপর আক্রমণ করা। বাংলার বাঘিনীর পাশে আছি।”
ECI has imposed a ban on Mamta didi for 24 hours. This is clearly done at the behest of BJP, ruling party in India. It is a direct attack on democracy and sovereignty of independent institutions of India. solidarity with Bengal Tigress, @MamataOfficial
@derekobrienmp pic.twitter.com/oGxPJZdrSL— Sanjay Raut (@rautsanjay61) April 13, 2021
এদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে যে হারের হতাশায় ভুগছে বিজেপি। সমাজবাদী পার্টি প্রতীকীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় সামিল হয়েছে। আশা করছি যারা একের পর এক ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিরপেক্ষ পদক্ষেপ নেবে।” প্রসঙ্গত, কিছুদিন আগেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব নেত্রী জয়া বচ্চনকে বাংলায় পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থন করার জন্য। ইতিমধ্যে তৃণমূলের একের পর এক প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছেন জয়া। এদিকে, মমতার ধর্না নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ধর্নাও তো এক ধরনের প্রচার। এ ব্যাপারে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
प. बंगाल में ममता बनर्जी जी के चुनाव प्रचार पर रोक लगवाना दरअसल चुनाव हारती हुई भाजपा की हताशा का प्रतीक है। सपा ममता बनर्जी जी के धरने में सांकेतिक रूप से साथ है।
आशा है ‘श्मशान-क़ब्रिस्तान’ के धार्मिक बंटवारे के बयान देने वालों पर भी निष्पक्ष चुनाव आयोग कोई प्रतिबंध लगाएगा। pic.twitter.com/wh4Gyireb3
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 13, 2021
মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি থাকবে মমতার ভোট প্রচারে। অন্যদিকে, পঞ্চম দফার ভোটের ৭২ আগেই প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। তাই মঙ্গলবার রাত ১০টা পর্যন্তই প্রচার করা যাবে। তাই শনিবারের ভোটের প্রচারের জন্য নিষেধাজ্ঞার সময়সীমা শেষের পরে আর মাত্র ২ ঘণ্টা সময় পাবেন মমতা। সেই অল্প সময়কেই কাজে লাগাবেন তিনি। করবেন দুটি জনসভা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আধঘণ্টার মধ্যে তৃণমূল সুপ্রিমো বিধাননগর ও বারাসতে জনসভা করবেন।